মোবাইলের জন্য ভাইপোকে খুন করলো কাকা

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 24
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : মোবাইলের লোভে ভাইপোকে খুন করলো কাকা। ক্যানিং এর দারিয়া এলাকা থেকে অবশেষে গ্রেফতার ভাইপোর খুনি কাকা। মাত্র ১৪ বছরের ভাইপোকে মোবাইল ফোনের লোভে কুপিয়ে খুন করে, দীর্ঘদিন পালিয়ে ছিল অভিযুক্ত আলমগীর ঢালী।পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন, মাস দুয়েক আগে কাকা আলমগীর মাছ ধরার নাম করে আনারুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে নিখোঁজ ছিল কিশোর।
পরিবারের খোঁজাখুঁজির মাঝে স্থানীয় একটি জলাশয়ে রক্তাক্ত অবস্থায় তার দেহ মেলে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ হয় হামিদা নামে এক মহিলার উপর, তাকে জেরা করে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। এরপরে তদন্তের আরো গভীরে গিয়ে পুলিশ জানতে পারে আসল খুনি আলমগীর ঢালী। মোবাইল ফোনের জন্য ভাইপোকে খুন করে।
দীর্ঘ অনুসন্ধানের পর ক্যানিংয়ে দারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয়েছে কিশোরের মোবাইল ফোনটিও। পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে আলমগীর।বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হয়।