১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরও ৯০ দিন বাড়াল আমেরিকা-চিনের শুল্কবিরতি

মারুফা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 9

পুবের কলম ওয়েবডেস্ক : আমেরিকা ও চিন পারস্পরিক শুল্কবিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুল্কবিরতি আগামী ১০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

এই ঘোষণা এসেছে উভয় দেশের পণ্যে উচ্চমাত্রার শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগে। সোমবার এক যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি জানায়, বছরের শুরুতে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত থাকবে।
গত মাসের বৈঠকে উভয় পক্ষই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছিল।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

চিনের প্রধান আলোচক তখন বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা কাজ চালিয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে তারা। শেষ পর্যন্ত সোমবার ট্রাম্প নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

এর ফলে যুক্তরাষ্ট্র চিনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকরের পরিকল্পনা স্থগিত রাখবে এবং চিনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ থেকে বিরত থাকবে। তবে চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চিনা পণ্যে বর্তমান ৩০ শতাংশ শুল্ক এবং চিন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

বিবিসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আমেরিকার চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় ৩০০ বিলিয়ন ডলার; যা তাদের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ। হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময় বাণিজ্য ঘাটতি হ্রাস, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রফতানিকারকদের জন্য চিনা বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনার সুযোগ দেবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরও ৯০ দিন বাড়াল আমেরিকা-চিনের শুল্কবিরতি

আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : আমেরিকা ও চিন পারস্পরিক শুল্কবিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুল্কবিরতি আগামী ১০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

এই ঘোষণা এসেছে উভয় দেশের পণ্যে উচ্চমাত্রার শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগে। সোমবার এক যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি জানায়, বছরের শুরুতে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত থাকবে।
গত মাসের বৈঠকে উভয় পক্ষই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে অভিহিত করেছিল।

আরও পড়ুন: সন্তান জন্ম দিলেই মিলবে টাকা, জন্মহার বাড়াতে অনুদান দিচ্ছে শি জিনপিং-এর সরকার

চিনের প্রধান আলোচক তখন বলেছিলেন, বিরতি বজায় রাখতে তারা কাজ চালিয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে তারা। শেষ পর্যন্ত সোমবার ট্রাম্প নির্বাহী আদেশে শুল্কবিরতির মেয়াদ বাড়ান।

আরও পড়ুন: সংঘাতের আবহে ইরানের পাশে নয়াদিল্লি, ভারতবাসীকে কৃতজ্ঞতা জানাল তেহরান

এর ফলে যুক্তরাষ্ট্র চিনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক কার্যকরের পরিকল্পনা স্থগিত রাখবে এবং চিনও মার্কিন পণ্যে ১২৫ শতাংশ শুল্ক আরোপ থেকে বিরত থাকবে। তবে চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চিনা পণ্যে বর্তমান ৩০ শতাংশ শুল্ক এবং চিন মার্কিন পণ্যে ১০ শতাংশ শুল্ক বহাল রাখবে।

আরও পড়ুন: চিনের সতর্কবার্তা: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বিশ্বে বিপর্যয় নামিয়ে আনতে পারে

বিবিসির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে আমেরিকার চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় ৩০০ বিলিয়ন ডলার; যা তাদের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ। হোয়াইট হাউস জানিয়েছে, এই বাড়তি সময় বাণিজ্য ঘাটতি হ্রাস, ‘অন্যায্য বাণিজ্যনীতি’ মোকাবিলা এবং মার্কিন রফতানিকারকদের জন্য চিনা বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনার সুযোগ দেবে।