পুবের কলম, ওয়েবডেস্ক: ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোররাতে একাধিক বিস্ফোরণের ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন”-এর অভিযোগ তুলেছে মাদুরো সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের চাপের অভিযানের পর এই হামলা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের দাবি, শনিবার স্থানীয় সময় রাত প্রায় ২টোর দিকে কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং রাজধানীর আকাশে নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান দেখা যায়। একাধিক রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এক বিবৃতিতে জানায়, “ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের চালানো এই অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন আমরা প্রত্যাখ্যান, নিন্দা ও আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরছি।” এর পাশাপাশি প্রেসিডেন্ট মাদুরো দেশে জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি মার্কিন হামলার প্রতিবাদে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।
তবে হোয়াইট হাউস ও পেন্টাগন এই বিস্ফোরণ ও হামলার অভিযোগ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি। যদিও মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও ফক্স নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের বাহিনী এই অভিযান চালিয়েছে বলে স্বীকার করেছেন।



























