উপাচার্য নিয়োগে রাজ্য-রাজ্যপাল’কে আলোচনায় বসতে নির্দেশ সুপ্রিম কোর্টের

- আপডেট : ১ ডিসেম্বর ২০২৩, শুক্রবার
- / 11
পারিজাত মোল্লা: শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওঠে উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা। উপাচার্য নিয়োগ মামলায় ফের সব পক্ষের আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের তালিকার চূড়ান্ত খসড়া তৈরি করার জন্য আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে বৈঠকের জন্য উদ্যোগ নিতে হবে। গত শুনানির দিনও একই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ।
তবে ‘আচার্য’ রাজ্যপালের তরফে কোনও আইনজীবী হাজির না থাকায় বৈঠক হয়নি। শুক্রবারের শুনানিতে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী অথবা শিক্ষামন্ত্রীর আলোচনার উপর জোর দেন বিচারপতি। এদিন এই মামলার শুনানি পর্বে পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানায়, ‘শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধানসূত্র খোঁজা কাম্য।’
প্রসঙ্গত, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের মধ্যে সংঘাত তৈরি হয়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। ওই মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে একতরফা উপাচার্য নিয়োগের অভিযোগ করেছিল রাজ্য সরকার। ওই মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী মনু সিংভি অভিযোগ করেন, ‘বারবার আবেদন সত্ত্বেও আলোচনায় বসার ক্ষেত্রে সাড়া দেননি রাজ্যপাল’। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় না বসায় বিচারপতিদের প্রশ্নের মুখে রাজ্যপালের আইনজীবী।
পালটা রাজ্যপালের আইনজীবী অভিযোগের সুরে জানান, ‘প্রকাশ্যে রাজ্যপালকে আক্রমণ করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু’। সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় আর একতরফা উপাচার্য নিয়োগ করা যাবে না। সুপ্রিম কোর্টের তরফে গঠন করে দেওয়া হবে সার্চ কমিটি। তিনটি আলাদা প্যানেল থেকে একটি সার্চ কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করবে এই কমিটি। সহমত পোষণ করে এই মামলার নিস্পত্তি চায় সুপ্রিম কোর্ট।