বিরাটের হাফ সেঞ্চুরিতে ১৫১ করল ভারত

- আপডেট : ২৪ অক্টোবর ২০২১, রবিবার
- / 10
পুবের কলম ওয়েবডেস্ক : টুর্নামেন্টের ইতিহাসে এই নিয়ে মোট ৬ বার একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-পাকিস্তান দু’দেশ। আগের ৫ বারই জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। এবার ছবিটা বদলে দিতে মরিয়া বাবর আজমরা। কোহলিরা অবশ্য আধিপত্য কায়েম রাখতে বদ্ধপরিকর।
ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। হ্যারিস রউফের শেষ ওভারে ৭ রান ওঠে। ভুবনেশ্বর কুমার ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। কোনও বল খেলার সুযোগ পাননি শামি। জয়ের জন্য পাকিস্তানের দরকার ১৫২ রান।চতুর্থ বলেই ঝটকা দেন শাহিন। রোহিত শর্মাকে এলবিডব্লু করে দিলেন তিনি। প্রথম রানেই উইকেট হারাল ভারত।
১৯.৩ ওভারে হারিস রউফের বলে বাবরের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ১১ রান করেন পান্ডিয়া। ভারত ১৪৬ রানে ৭ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান মহম্মদ শামি।
কোহলির উইকেট নিলেও শাহিন আফ্রিদির শেষ ওভারে ১৭ রান ওঠে। ২টি বাউন্ডারি মারেন হার্দিক। তার মধ্যে একটি নো-বলে। শেষ বলে ওভার থ্রো-র ৪ রান-সহ মোট ৫ রান ওঠে। ভারত ১৯ ওভার শেষে ১৪৪/৬। শাহিন ৪ ওভারে ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন।
১৮.৪ ওভারে শাহিন আফ্রিদির বলে রিজওয়ানের দস্তানায় ধরা পড়েন কোহলি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৯ বলে ৫৭ রান করে ক্রিজ ছাড়েন বিরাট। ভারত ১৩৩ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ভুবনেশ্বর কুমার।
১৭.৫ ওভারে হাসান আলির বলে পরিবর্ত ফিল্ডার মহম্মদ নওয়াজের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ১টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৩ রান করেন তিনি। ভারত ১২৫ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া। হাসানের ওভারে মোট ১৩ রান ওঠে। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ১২৭/৫। কোহলি ৫৭ রানে ব্যাট করছেন। হাসান ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।