যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরাইলকে কড়া নির্দেশ আন্তজার্তিক আদালতের

- আপডেট : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার
- / 16
নেদারল্যান্ড, ২৯ মার্চ: যুদ্ধ বিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরাইলকে কড়া নির্দেশ দিল আন্তজার্তিক আদালত। খাদ্য সংকটে হাহাকার গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য ইসরাইলকে সীমান্ত ক্রসিং খুলে দিতে নির্দেশ দিয়েছে রাষ্ট্রসংঘের আদালত। গতকাল বৃহস্পতিবার এই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে, যুদ্ধ-বিধ্বস্ত গাজায় খাদ্য, পানি, জ্বালানি এবং অন্যান্য সরবরাহের অনুমতি দেওয়ার জন্য আরও সীমান্ত ক্রসিং খোলাসহ মানবিক সহায়তা বাড়াতে হবে। এই আদেশ বাস্তবায়নের বিষয়ে এক মাসের মধ্যে ইসরাইলকে রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ইসরাইলি সামরিক বাহিনী যেন গাজায় কোনো অভিযান না চালায় সে বিষয়েও কড়া বার্তা দেওয়া হয়েছে।
আন্তজার্তিক আদালতের পর্যবেক্ষণ, ফিলিস্তিনিরা কেবল দুর্ভিক্ষের ঝুঁকির সম্মুখীন হচ্ছেন না। রাষ্ট্রসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ শিশুসহ অন্তত ৩১ জন ইতিমধ্যেই অপুষ্টি ও পানিশূন্যতার কারণে মারা গেছে। দক্ষিণ আফ্রিকার মামলার শুনানির পর ইসরাইলকে বেশকিছু নির্দেশ দেওয়া হয়েছিল, তা কোনটাই পালণ হয়নি।
এদিকে, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনিদের মৃত্যু শুধু বোমাবর্ষণ বা স্থল হামলার কারণে হচ্ছে না। নানান রোগ ও অনাহারের কারণেও তাদের মৃত্যু হচ্ছে। আইসিজে-এর এই নির্দেশ ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার বড় ভূমিকা নেবে।’