২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

পুবের কলম প্রতিবেদক: এক উত্তপ্ত পরিস্থিতিতে (IND vs PAK)ভারত পাকিস্তান ম্যাচ হতে চলেছে দুবাইয়ে। এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। গোটা উপমহাদেশের নজর থাকবে এই ম্যাচের দিকে। কিন্তু এই ম্যাচ ঘিরে বাড়তে পারে উত্তেজনা।

প্রাক্তন পাক পেসার জানিয়েছেন, ‘এই ধরনের ম্যাচে অনেক কিছুই হতে পারে। সম্প্রতি দুই দেশের মধ্যে দিয়ে যে টেনশন গিয়েছে তারপর ভারত ও পাকিস্তান দুটো দলকেই আমি বলব, সব ভুলে নিজেদের খেলায় মন দাও। এটাকে কোনও যুদ্ধ না মনে করে একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখো। দুটো দলেরই ম্যাচটা উপভোগ করা উচিৎ।’

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

একইসঙ্গে দুই দলের ক্রিকেটারদের প্রতি বার্তায় আক্রম জানিয়েছেন, ‘এই ধরনের ম্যাচে চাপ সবসময়ই থাকবে, চাপা উত্তেজনাও থাকবে। কিন্তু সেগুলোকে সামলে দুই দলের ক্রিকেটারদেরই সহজভাবে ম্যাচটা নেওয়া উচিৎ।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন দুটো দলের সঙ্গে সমর্থকদেরও শৃঙ্খলা বজায় রাখা উচিৎ।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

 

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

ভারত পাকিস্তান ম্যাচ কতটা প্রতিযোগিতামূলক তার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের পুরনো দিনের কথা উল্লেখ করেছেন সুইংয়ের সুলতান। জানিয়েছেন, ‘আমাদের সময় আমরা সবসময়ই এই ম্যাচকে খুব উপভোগ করতাম। ভারতের বিরুদ্ধে আমরা খুব মজা করে খেলতাম। বর্তমান পাকিস্তান ও ভারত, দুটো দলেরই উচিৎ একে অপরের বিরুদ্ধে মজা করে খেলার।’

 

এই ম্যাচে তিনি ভারতের থেকেও বেশি পাকিস্তানকে এগিয়ে রাখলেন আক্রম। তিনি বলেছেন, ‘যেভাবে পাকিস্তান এশিয়া কাপে খেলছে তাতে আমার মনে হয়, পাকিস্তানই এই ম্যাচে ফেভারিট। আমার তো মনে হয়, এই পাকিস্তানের কাছে ভারত দাঁড়াতে পারবে না ভারত।’

 

পাকিস্তান পেসারদের নিয়ে সবসময় কথা হয়, কিন্তু পাক স্পিনারদের নিয়ে কেউ সেভাবে আলোচনা করেন না। কিন্তু চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে যে ভূমিকা পালন করেছেন পাক স্পিনাররা তারপর আক্রম পাক স্পিনারদের নিয়ে বেশ আশাবাদি। তিনি বলছেন, ‘পাকিস্তানের বোলিং লাইন আপ দারুণ শক্তিশালী।

 

শুধু পেস নয়, এই পাকিস্তানের তরুণ ব্রিগেডের স্পিন বিভাগও বেশ কার্যকরী। দুবাইয়ে সেটা কাজে লাগবে। কাজেই পাকিস্তানের পেস ও স্পিন বোলিং যদি একসঙ্গে কাজ করে তাহলে এই দলকে হারানো ভারতের পক্ষে খুব একটা সহজ কাজ হবে না।’ নিজের দলের প্লেয়ারদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, ‘আরও বড় কিছু করার চিন্তাভাবনা করো।’

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

খ্রিস্টানদের বড়দিনের আগের রাতে ক্যাথিড্রালে মুখ্যমন্ত্রী, পার্ক স্ট্রিটে উৎসবের রোশনাই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

IND vs PAK ক্রিকেট উপভোগ করতে পরামর্শ আক্রমের 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদক: এক উত্তপ্ত পরিস্থিতিতে (IND vs PAK)ভারত পাকিস্তান ম্যাচ হতে চলেছে দুবাইয়ে। এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। গোটা উপমহাদেশের নজর থাকবে এই ম্যাচের দিকে। কিন্তু এই ম্যাচ ঘিরে বাড়তে পারে উত্তেজনা।

প্রাক্তন পাক পেসার জানিয়েছেন, ‘এই ধরনের ম্যাচে অনেক কিছুই হতে পারে। সম্প্রতি দুই দেশের মধ্যে দিয়ে যে টেনশন গিয়েছে তারপর ভারত ও পাকিস্তান দুটো দলকেই আমি বলব, সব ভুলে নিজেদের খেলায় মন দাও। এটাকে কোনও যুদ্ধ না মনে করে একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখো। দুটো দলেরই ম্যাচটা উপভোগ করা উচিৎ।’

আরও পড়ুন: ভেহিকল মার্ক-৩ স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ, মহাকাশে ক্ষমতা দেখাল ভারত

একইসঙ্গে দুই দলের ক্রিকেটারদের প্রতি বার্তায় আক্রম জানিয়েছেন, ‘এই ধরনের ম্যাচে চাপ সবসময়ই থাকবে, চাপা উত্তেজনাও থাকবে। কিন্তু সেগুলোকে সামলে দুই দলের ক্রিকেটারদেরই সহজভাবে ম্যাচটা নেওয়া উচিৎ।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন দুটো দলের সঙ্গে সমর্থকদেরও শৃঙ্খলা বজায় রাখা উচিৎ।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী লড়াই ভারত সবসময় সমর্থন করবে: সিডনির হামলায় আলবানিজের পাশে মোদি

 

আরও পড়ুন: রাশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শক্তিশালী দেশ ভারত, রিপোর্ট এশিয়া পাওয়ার ইনডেক্সের

ভারত পাকিস্তান ম্যাচ কতটা প্রতিযোগিতামূলক তার ব্যাখ্যা দিতে গিয়ে নিজের পুরনো দিনের কথা উল্লেখ করেছেন সুইংয়ের সুলতান। জানিয়েছেন, ‘আমাদের সময় আমরা সবসময়ই এই ম্যাচকে খুব উপভোগ করতাম। ভারতের বিরুদ্ধে আমরা খুব মজা করে খেলতাম। বর্তমান পাকিস্তান ও ভারত, দুটো দলেরই উচিৎ একে অপরের বিরুদ্ধে মজা করে খেলার।’

 

এই ম্যাচে তিনি ভারতের থেকেও বেশি পাকিস্তানকে এগিয়ে রাখলেন আক্রম। তিনি বলেছেন, ‘যেভাবে পাকিস্তান এশিয়া কাপে খেলছে তাতে আমার মনে হয়, পাকিস্তানই এই ম্যাচে ফেভারিট। আমার তো মনে হয়, এই পাকিস্তানের কাছে ভারত দাঁড়াতে পারবে না ভারত।’

 

পাকিস্তান পেসারদের নিয়ে সবসময় কথা হয়, কিন্তু পাক স্পিনারদের নিয়ে কেউ সেভাবে আলোচনা করেন না। কিন্তু চলতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে যে ভূমিকা পালন করেছেন পাক স্পিনাররা তারপর আক্রম পাক স্পিনারদের নিয়ে বেশ আশাবাদি। তিনি বলছেন, ‘পাকিস্তানের বোলিং লাইন আপ দারুণ শক্তিশালী।

 

শুধু পেস নয়, এই পাকিস্তানের তরুণ ব্রিগেডের স্পিন বিভাগও বেশ কার্যকরী। দুবাইয়ে সেটা কাজে লাগবে। কাজেই পাকিস্তানের পেস ও স্পিন বোলিং যদি একসঙ্গে কাজ করে তাহলে এই দলকে হারানো ভারতের পক্ষে খুব একটা সহজ কাজ হবে না।’ নিজের দলের প্লেয়ারদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন, ‘আরও বড় কিছু করার চিন্তাভাবনা করো।’