হাইকোর্টে ধাক্কা রাজ্যের
আজ প্রকাশ হবে না রাজ্য জয়েন্টের ফলাফল, নির্দেশ হাই কোর্টের

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 18
পুবের কলম,ওয়েবডেস্ক: আজ প্রকাশ করা যাবে না রাজ্য জয়েন্টের ফলাফল, জানিয়ে দিল হাইকোর্ট। মূলত ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি অনুযায়ী ফলপ্রকাশ করাতে চাইছে রাজ্য সরকার । আর তাতেই আপত্তি রয়েছে বিচারপতির। আদালতের এই নির্দেশের ফল ধাক্কা খেল রাজ্য সরকার।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, ওবিসি এ ও বি অনুযায়ী যে মেধাতালিকা তৈরি করা হয়েছে। তা প্রকাশ করা যাবে না। গত ২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ওবিসি তালিকা (৬৬ সংরক্ষণ) মেনে মেধা তালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ। সেই মামলার চূড়ান্ত রায় আজ দুপুর দুটোয় দেবেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। কত দিনের মধ্যে রাজ্যকে সেই তালিকা প্রকাশ করতে হবে সেটা জানানো হবে সেই রায়ে।