টোল প্লাজার নোংরা শৌচালয়ের ছবি পাঠিয়ে জিতুন ১,০০০ টাকা! এনএইচএআই-এর অভিনব উদ্যোগ

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 66
পুবের কলম, ওয়েবডেস্ক: জাতীয় সড়কের টোল প্লাজায় শৌচালয়ের বেহাল দশা দেখে বিরক্ত? এবার সেই অভিযোগ জানিয়ে পেতে পারেন পুরস্কার! টোল প্লাজার নোংরা টয়লেটের ছবি পাঠালে ১,০০০ টাকার ইনাম দেবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (NHAI)। তবে এই পুরস্কার নগদে নয়—টাকা যোগ হবে আপনার ফাস্ট ট্যাগ (FASTag) অ্যাকাউন্টে।
হাইওয়ে ব্যবহারকারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণে উৎসাহিত করতে এনএইচএআই এই বিশেষ কর্মসূচি চালু করেছে, যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
এনএইচএআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, সর্বশেষ ‘রাজমার্গযাত্রা (RajmargYatra)’ অ্যাপ ব্যবহার করে টোল প্লাজার নোংরা শৌচালয়ের জিও-ট্যাগড ছবি আপলোড করতে হবে। ছবির সঙ্গে দিতে হবে ব্যবহারকারীর নাম, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, লোকেশন ও মোবাইল নম্বর।
অভিযোগ যাচাইয়ের পর নির্বাচিত ব্যবহারকারীদের ফাস্ট ট্যাগ অ্যাকাউন্টে ১,০০০ টাকা রিচার্জ করে দেওয়া হবে। সরকারের এই পদক্ষেপের লক্ষ্য—জাতীয় সড়কের টোল প্লাজাগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসেবার মান বৃদ্ধি করা।