২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বীকৃতি নিয়ে কিছু না বললেও, তালিবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় ব্রিটেন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগান সংকটের মধ্যে তালিবানের স্বীকৃতি নিয়ে বর্তমানে রাজনৈতিক চাপান-উতোর অব্যাহত। এই অবস্থায় দাঁড়িয়ে এই নিয়ে কোনও সরাসরি মন্তব্য না করে তালিবানকে এখনই স্বীকৃতি দিতে না চাইলেও তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় ব্রিটেন সরকার।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বৃহস্পতিবার বলেন, যে ব্রিটেন তালিবানকে গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বর্তমানে দোহায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

২০১৩ সাল থেকেই তালিবানদের রাজনৈতিক আয়োজক দোহা।  

দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাব জানান, তিনি স্থলসীমান্তে বিদেশি নাগরিক এবং আফগানদের নিরাপদ প্রবেশের বিষয়ে আঞ্চলিক দেশগুলির সঙ্গে কথা বলবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব বলেন,  দুই নেতা ভবিষ্যতে আফগানিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হওয়া থেকে বিরত রাখার উপায়,  মানবিক সংকট রোধ এবং তালিবানদের আরও অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতিশ্রুতি পূরণ করার বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের প্রধান লক্ষ্য ছিল কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরকে যত তাড়াতাড়ি সম্ভব চালু করার সম্ভাবনা নিয়ে।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেন, ‘যে তারা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি খতিয়ে দেখছেন। কাতার তালিবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কাবুল বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার জন্য তুরস্কের সঙ্গেও কাজ করছে। কয়েকদিনের মধ্যে আমরা ভালো কিছু খবর পাব বলে আশা করি’।

জানা গেছে,  কাতারের একটি প্রযুক্তিগত দল বুধবার কাবুল বিমানবন্দরে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে কাবুলে পৌঁছেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বীকৃতি নিয়ে কিছু না বললেও, তালিবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় ব্রিটেন

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগান সংকটের মধ্যে তালিবানের স্বীকৃতি নিয়ে বর্তমানে রাজনৈতিক চাপান-উতোর অব্যাহত। এই অবস্থায় দাঁড়িয়ে এই নিয়ে কোনও সরাসরি মন্তব্য না করে তালিবানকে এখনই স্বীকৃতি দিতে না চাইলেও তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় ব্রিটেন সরকার।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বৃহস্পতিবার বলেন, যে ব্রিটেন তালিবানকে গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বর্তমানে দোহায় রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

২০১৩ সাল থেকেই তালিবানদের রাজনৈতিক আয়োজক দোহা।  

দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর রাব জানান, তিনি স্থলসীমান্তে বিদেশি নাগরিক এবং আফগানদের নিরাপদ প্রবেশের বিষয়ে আঞ্চলিক দেশগুলির সঙ্গে কথা বলবেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব বলেন,  দুই নেতা ভবিষ্যতে আফগানিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হওয়া থেকে বিরত রাখার উপায়,  মানবিক সংকট রোধ এবং তালিবানদের আরও অন্তর্ভুক্তিমূলক সরকারের প্রতিশ্রুতি পূরণ করার বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের প্রধান লক্ষ্য ছিল কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরকে যত তাড়াতাড়ি সম্ভব চালু করার সম্ভাবনা নিয়ে।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেন, ‘যে তারা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পরিস্থিতি খতিয়ে দেখছেন। কাতার তালিবানদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কাবুল বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করতে সম্ভাব্য প্রযুক্তিগত সহায়তার জন্য তুরস্কের সঙ্গেও কাজ করছে। কয়েকদিনের মধ্যে আমরা ভালো কিছু খবর পাব বলে আশা করি’।

জানা গেছে,  কাতারের একটি প্রযুক্তিগত দল বুধবার কাবুল বিমানবন্দরে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করতে কাবুলে পৌঁছেছে।