সরকারি বাসের কন্ডাকটারের ফেজ টুপি খুলতে বাধ্য করলেন মহিলা যাত্রী

- আপডেট : ১২ জুলাই ২০২৩, বুধবার
- / 9
পুবের কলম ওয়েব ডেস্ক: দেশে যেন চক্রবৃদ্ধি হারে বাড়ছে ইসলামোফোবিয়া (ইসলামের প্রতি বিদ্বেষ)। এতদিন দেখা যেত কট্টরপন্থী একটি গোষ্ঠীর পুরুষরা মুসলমান যুবকদের দাড়ি-টুপি-ধর্ম নিয়ে আপত্তি জানিয়ে বিভিন্ন ছুতোয় তাদেরকে হেনস্থা করত। এবার বেঙ্গালুরুর একটি বাসে এক মহিলা যাত্রীর এমন আচরণ দেখে তীব্র নিন্দা জানাচ্ছে নেটিজেনরা।
একটি ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি বাসের কন্ডাকটার সবুজ ফেজ টুপি পরে নিজের কাজ করছেন। এক মহিলা তার দিকে ক্যামেরা উঁচিয়ে প্রশ্ন করছে, কেন সে ফেজ টুপি পরেছে? সরকারি বাসের কন্ডাকটারের পোশাকের সঙ্গে ধর্মীয় পোশাক যোগ করার নিয়ম কি রুল বুকে রয়েছে? তা যদি না থাকে, তবে তার ওই টুপি পরা উচিত হয়নি। এখনই মাথা থেকে টুপি না খুলে ফেললে তার বিরুদ্ধে নালিশ করা হবে বলে, তিনি ক্রমাগত হুমকি দিচ্ছিলেন। মহিলা যাত্রীর ওই আচরণে বিন্দুমাত্র রাগ প্রকাশ না করে, ওই কন্ডাকটার বলেন, দীর্ঘদিন ধরেই তিনি টুপি পরে ডিউটি করছেন, এই নিয়ে কেউই কখনও আপত্তি জানায়নি। এই উত্তর শোনার পর ওই মহিলা যাত্রী বলেন, আপনি টুপি পরলে, সেটা নিয়ম হয়ে যাবে না। নিয়ম সবার জন্যে সমান। আপনি এখনই টুপি খুলে ফেলুন। ওই মহিলা জোর গলায় কথা বললেও, মৃদু স্বরে হাসতে হাসতে ওই কন্ডাকটার জবাব দেন। প্রায় ১ মিনিট টুপি পরার পক্ষে যুক্তি দেওয়ার পর ওই মহিলার আপত্তির জেরে শেষ পর্যন্ত নিজের মাথার সবুজ ফেজ টুপি খুলে ফেলেন কন্ডাকটার।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর অনেকে প্রশ্ন তুলেছেন, টুপির রং সবুজ বলেই কি এমনটা করা হল? বি বালাকৃষ্ণণ নামে এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, কন্ডাকটার তার কাজ করছেন কিনা, এটা বেশি জরুরি। যিনি জোর করে টুপি খুলতে বাধ্য করলেন, ওই মহিলার ছবি সামনে আনা হোক। রেশমি নামে এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, কন্ডাকটারকে সেলাম। টুপি খুলতে বাধ্য করার পরও তিনি পাল্টা খারাপ আচরণ করেননি। কন্ডাকটারের ব্যবহারে তিনি মুগ্ধ।