Women’s Asia Cup Hockey 2025: এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারত
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 317
Japanese and Indian flag pair on desk over defocused background. Horizontal composition with copy space and selective focus.
পুবের কলম প্রতিবেদক: (Women’s Asia Cup Hockey 2025 ) ক্রিকেটে এশিয়া কাপ অভিযান শুরু করে ফেলেছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মহারণে নামতে চলেছে ভারত। তার আগেই আর এক এশিয়া কাপের ফাইনালে উঠে পড়ল ভারত। এশিয়া কাপ হকিতে জাপানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ফাইনালে উঠে গেল ভারতের মেয়েরা। সুপার ফোরে দ্বিতীয় স্থানে রইল ভারত। দীর্ঘদিন পরে এশিয়া কাপ হকিতে ফাইনালে ভারতের মেয়েরা। জাপান গতবারের চ্যাম্পিয়ন। হকি দলও বেশ কঠিন।
সেই জাপানের বিরুদ্ধে ভারতের এই ড্র (Women’s Asia Cup Hockey 2025 ) জয়েরই সামিল বলে মনে করছেন অনেকেই। এদিন ম্যাচটা জিততেও পারত ভারত। কিন্তু ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের। ম্যাচের প্রথম কোয়ার্টারে ডুং ডুংয়ের গোলে এগিয়ে যায় ভারত। ৫৭ মিনিট পর্যন্ত সেই গোল ধরে রাখলেও শেষ পর্যন্ত আর অগ্রগমন ধরে রাখতে পারল না ভারত।
ম্যাচটা ড্র হওয়ার পরও বোঝা যাচ্ছিল না, ঠিক কি হতে চলেছে? তখনও নিশ্চিত ছিল না ভারত ফাইনালে উঠছে কি না। কোরিয়াকে চিন হারিয়ে দেওয়ার ফলে শেষ পর্যন্ত ফাইনালে চলে গেল ভারতের মেয়েরা।
ভারতের ফাইনালে যাওয়ার সবচেয়ে বড় কাঁটা ছিল কোরিয়া। ভারতকে ফাইনালে যেতে গেলে কোরিয়াকে হারতে হত অথবা ড্র করতে হত। কোরিয়া হেরে যাওয়ায় ভারতের পক্ষে ফাইনালের রাস্তাটা সুগম হয়ে যায়। ফাইনালে ভারতের প্রতিপক্ষ চিন। গতবার এশিয়া কাপের আসরে চিনের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতের মেয়েদের।
















































