০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার
  • / 9

বিশেষ প্রতিবেদন: ২০২২ সালে সারা বিশ্বে সামরিক ব্যয় হয়েছে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার, যা সর্বকালের সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে সামরিক ব্যয় সর্বোচ্চ হয়েছে। সংস্থাটি জানায়, বেশিরভাগ ব্যয় রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য বাড়লেও, অন্যান্য দেশগুলোও নিরাপত্তার খাতিরে সামরিক ব্যয় বাড়িয়েছে। এসআইপিআরআই থেকে প্রকাশিত সামরিক ব্যয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, শুধু ইউরোপেই সামরিক ব্যয় বেড়েছে ১৩ শতাংশ, যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। সংস্থাটি বলছে, ২০২২-এ ইউক্রেনে সামরিক ব্যয় ৬ গুণেরও বেশি বেড়ে ৪,৪০০ কোটি ডলার হয়েছে, যা যেকোনও দেশের সর্বোচ্চ বাৎসরিক সামরিক ব্যয়। সিনিয়র গবেষক ন্যান তিয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি ইঙ্গিত করে যে, আমাদের বিশ্ব ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। এদিকে, মাত্র দুই দশকে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই খাতে দেশটির বৈদেশিক নির্ভরতা ৮০ শতাংশ থেকে কমে ২০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। রবিবার দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নয়া ট্যাঙ্ক উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট। এরদোগান জানান, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক এখন ‘সম্পূর্ণ স্বাধীন।’ ২০০২ সালে ৬২টি প্রতিরক্ষা প্রকল্প ছিল তুরস্কের। সেটি এখন ৭৫০-রও বেশি।’ ২০০২-এ প্রতিরক্ষায় তুরস্কের মোট বাজেট ছিল ৫.৫ বিলিয়ন ডলার। এখন তা হয়েছে ৭৫ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার

বিশেষ প্রতিবেদন: ২০২২ সালে সারা বিশ্বে সামরিক ব্যয় হয়েছে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলার, যা সর্বকালের সর্বোচ্চ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) জানিয়েছে, রুশ-ইউক্রেন যুদ্ধের কারণেই বিশ্বজুড়ে সামরিক ব্যয় সর্বোচ্চ হয়েছে। সংস্থাটি জানায়, বেশিরভাগ ব্যয় রুশ-ইউক্রেন যুদ্ধের জন্য বাড়লেও, অন্যান্য দেশগুলোও নিরাপত্তার খাতিরে সামরিক ব্যয় বাড়িয়েছে। এসআইপিআরআই থেকে প্রকাশিত সামরিক ব্যয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, শুধু ইউরোপেই সামরিক ব্যয় বেড়েছে ১৩ শতাংশ, যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। সংস্থাটি বলছে, ২০২২-এ ইউক্রেনে সামরিক ব্যয় ৬ গুণেরও বেশি বেড়ে ৪,৪০০ কোটি ডলার হয়েছে, যা যেকোনও দেশের সর্বোচ্চ বাৎসরিক সামরিক ব্যয়। সিনিয়র গবেষক ন্যান তিয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি ইঙ্গিত করে যে, আমাদের বিশ্ব ক্রমেই অনিরাপদ হয়ে পড়ছে। এদিকে, মাত্র দুই দশকে তুরস্ক তার প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এই খাতে দেশটির বৈদেশিক নির্ভরতা ৮০ শতাংশ থেকে কমে ২০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। রবিবার দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি নয়া ট্যাঙ্ক উদ্বোধন করেছেন প্রেসিডেন্ট। এরদোগান জানান, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক এখন ‘সম্পূর্ণ স্বাধীন।’ ২০০২ সালে ৬২টি প্রতিরক্ষা প্রকল্প ছিল তুরস্কের। সেটি এখন ৭৫০-রও বেশি।’ ২০০২-এ প্রতিরক্ষায় তুরস্কের মোট বাজেট ছিল ৫.৫ বিলিয়ন ডলার। এখন তা হয়েছে ৭৫ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: পৃথিবীতে টিকে থাকতে গেলে চাই গতি, গতিই এদের করেছে শ্রেষ্ঠ