পুবের কলম প্রতিবেদক: কলকাতা শহরের অন্যতম লাইফলাইন হিসেবে গত কয়েক দশক ধরেই গণ পরিবহণ পরিষেবা দিয়ে আসছে হলুদ ট্যাক্সি। কলকাতায় রাস্তায় চলা হিন্দুস্তান মোটরস-এর অ্যাম্বাসাডর তথা হলুদ ট্যাক্সির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণেই চলতি বছর প্রায় ৪৫০০ হলুদ ট্যাক্সির স্থান হয়েছে বাতিলের খাতায়। ফলে কলকাতার ঐতিহ্য ‘হলুদ নস্টালজিয়া’কে ধরে রাখতেই ‘হেরিটেজ ক্যাব’ নামে কলকাতায় রাস্তায় ‘হলুদ ট্যাক্সি’ চালানোর কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার রাজ্য পরিবহণ দফতরের তৎপরতায় মারুতি সুজুকির ‘ওয়্যাগন আর’ মডেলের গাড়িগুলিকে বিশেষভাবে অলংকরণ করে শহরের রাস্তায় নামানো হল। বৃহস্পতিবার নয়া লুকের ২০টি ‘হেরিটেজ ক্যাব’ ট্যাক্সির উদ্বোধন করেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এ দিন উদ্বোধনের পর পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ‘এই ক্যাব যাত্রীসাথীর মাধ্যমে চলবে। হলুদ ট্যাক্সির নস্টালজিয়া ফিরিয়ে আনা হচ্ছে।’
নয়া মডেলের হলুদ রঙের ক্যাবের গায়ে অলংকরণ করা হয়েছে নানান নকশা। গাড়ির দুই দিকে আঁকা ভিক্টোরিয়া মেমোরিয়ালের স্থাপত্যের অনুকরণে কালো রঙের অলংকরণ, হাওড়া ব্রিজ, মনুমেন্টের ছবি। চুক্তির ভিত্তিতে শহরের রাস্তায় যাত্রী পরিষেবা দেওয়ার জন্য প্রথম দফায় ৫০টি হলুদ ট্যাক্সি চালানোর উদ্যোগ নিয়েছে ‘এনএ মোবিলিটি’ নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে সংস্থার নিজস্ব পরিকাঠামো তৈরি হয়ে গেলে প্রতি মাসে একশোটি করে হলুদ ট্যাক্সি পথে নামানো হবে।
২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
শহরের রাস্তায় নামল হলুদ রঙের নয়া হেরিটেজ ক্যাব
-
সুস্মিতা - আপডেট : ১ মার্চ ২০২৫, শনিবার
- 165
সর্বধিক পাঠিত



































