০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিনা অপরাধেই ‘জেলবন্দি’ হতে পারেন আপনিও, নেপথ্যে কলকাতা পুরসভা 

ইমামা খাতুন
  • আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার
  • / 67

পুবের কলম প্রতিবেদক: ছোট্ট একটি ঘর, তার মধ্যেই থাকা, খাওয়া সব। লোকচক্ষুর আড়ালে জেলবন্দি জীবন যে কি ভয়ঙ্কর তা বহুবারই উঠে এসেছে বিভিন্ন পত্র-পত্রিকায়। তবে এবার আপনি চাইলে এই অভিজ্ঞতার ভাগিদারী হতে পারেন, তাও বিনা অপরাধেই। এবার টিকিট কেটে জেলে থাকার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে হচ্ছে এই ব্যবস্থা। ইচ্ছে থাকলে, আপনিও দু’দিন জেল সফর করে আসতে পারেন।

অন্ধকার স্যাঁতস্যাঁতে কালকুঠুরিতে থাকার চেয়ে যেন মৃত্যুও ভাল, তবে এই থাকা যদি হয় স্বেচ্ছায়! অ্যাডভেঞ্চার মানুষকে কোথায় না নিয়ে যায়, কখনও দুর্গম পাহাড় হোক কিংবা গভীর জঙ্গল, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা ছুটে যান নতুন অভিজ্ঞতার টানে। সেক্ষেত্রে বিনা অপরাধে স্বেচ্ছায় ‘জেল খাটার’ অভিজ্ঞতারও  অংশীদারি হতে ইচ্ছুক অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা। সম্প্রতি  উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র সরকারও এমন জেলের মধ্যে পর্যটনের বন্দোবস্ত করেছে। তবে কলকাতায় এই প্রথম।

পরাধীন ভারতের বীর বিপ্লবীদের সম্মান জানিয়ে গতবছরই শুরু হয়েছে জেল মিউজিয়াম। ক্ষুদিরামের ফাঁসির স্থল, নেতাজি বন্দি থাকা সেই গরাদ-সহ আরও নানা জায়গা ঘুরিয়ে দেখানো হয় পর্যটকদের। পাশাপাশি শুরু হয়েছে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’। এর বাইরে স্বাধীনতা পরবর্তী সময়ে আরও ৫০ টি মতো সেল তৈরি হয়েছিল। এবার সেগুলিকেই কটেজে রূপান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। তবে পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওই সেলগুলিতে আধুনিক শয্যা, সোফা, বাতানুকূল যন্ত্র, টিভি, ফ্রিজ, আধুনিক শৌচালয়-সহ নানারকম আয়োজন থাকবে। ঘর পাওয়া যাবে দু’রকম- স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। রুম অনুযায়ী আলাদা আলাদা ভাড়া। এছাড়াও থাকবে ক্যান্টিন। রুম সার্ভিসের ব্যবস্থাও করা হবে পর্যটকদের সুবিধার্থে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিনা অপরাধেই ‘জেলবন্দি’ হতে পারেন আপনিও, নেপথ্যে কলকাতা পুরসভা 

আপডেট : ৬ এপ্রিল ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: ছোট্ট একটি ঘর, তার মধ্যেই থাকা, খাওয়া সব। লোকচক্ষুর আড়ালে জেলবন্দি জীবন যে কি ভয়ঙ্কর তা বহুবারই উঠে এসেছে বিভিন্ন পত্র-পত্রিকায়। তবে এবার আপনি চাইলে এই অভিজ্ঞতার ভাগিদারী হতে পারেন, তাও বিনা অপরাধেই। এবার টিকিট কেটে জেলে থাকার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে হচ্ছে এই ব্যবস্থা। ইচ্ছে থাকলে, আপনিও দু’দিন জেল সফর করে আসতে পারেন।

অন্ধকার স্যাঁতস্যাঁতে কালকুঠুরিতে থাকার চেয়ে যেন মৃত্যুও ভাল, তবে এই থাকা যদি হয় স্বেচ্ছায়! অ্যাডভেঞ্চার মানুষকে কোথায় না নিয়ে যায়, কখনও দুর্গম পাহাড় হোক কিংবা গভীর জঙ্গল, অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা ছুটে যান নতুন অভিজ্ঞতার টানে। সেক্ষেত্রে বিনা অপরাধে স্বেচ্ছায় ‘জেল খাটার’ অভিজ্ঞতারও  অংশীদারি হতে ইচ্ছুক অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা। সম্প্রতি  উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্র সরকারও এমন জেলের মধ্যে পর্যটনের বন্দোবস্ত করেছে। তবে কলকাতায় এই প্রথম।

পরাধীন ভারতের বীর বিপ্লবীদের সম্মান জানিয়ে গতবছরই শুরু হয়েছে জেল মিউজিয়াম। ক্ষুদিরামের ফাঁসির স্থল, নেতাজি বন্দি থাকা সেই গরাদ-সহ আরও নানা জায়গা ঘুরিয়ে দেখানো হয় পর্যটকদের। পাশাপাশি শুরু হয়েছে ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’। এর বাইরে স্বাধীনতা পরবর্তী সময়ে আরও ৫০ টি মতো সেল তৈরি হয়েছিল। এবার সেগুলিকেই কটেজে রূপান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। তবে পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ওই সেলগুলিতে আধুনিক শয্যা, সোফা, বাতানুকূল যন্ত্র, টিভি, ফ্রিজ, আধুনিক শৌচালয়-সহ নানারকম আয়োজন থাকবে। ঘর পাওয়া যাবে দু’রকম- স্ট্যান্ডার্ড এবং ডিলাক্স। রুম অনুযায়ী আলাদা আলাদা ভাড়া। এছাড়াও থাকবে ক্যান্টিন। রুম সার্ভিসের ব্যবস্থাও করা হবে পর্যটকদের সুবিধার্থে।