৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার F-35 যুদ্ধবিমান

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
  • / 47

 পুবের কলম ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হল মার্কিন নৌসেনার অত্যাধুনিক F-35 ফাইটার জেট। বুধবার সন্ধ্যায় এই ফিফ্থ জেনারেশন স্টেলথ্ যুদ্ধবিমানটি ভেঙে পড়ে নৌসেনার এয়ার স্টেশন লেমুরের কাছে। ঘটনার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টা। দুর্ঘটনার সময় পাইলট বরাত জোরে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসেন। মার্কিন নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, এই বিমানে কোনও আহতের খবর নেই।

 

ভেঙে পড়ার পরই F-35 যুদ্ধবিমানের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা এখনও যাচাই করেনি এই সময় অনলাইন।

আরও পড়ুন: ৬২ বছরের যুদ্ধ-গৌরবের অবসান: সেপ্টেম্বরে শেষবারের মতো উড়বে মিগ-২১ যুদ্ধবিমান

 

আরও পড়ুন: তেহরানের কাছে ইসরায়েলের সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

F-35 ফাইটার জেটটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন। এটি VF-125 ‘Rough Raiders’ স্কোয়াড্রনের অন্তর্গত, যা একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন হিসেবে কাজ করে। মূলত নৌসেনার পাইলট ও ফ্লাইট ক্রুদের যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিতেই ব্যবহৃত হয় এই ইউনিট।

 

মার্কিন নৌসেনার বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে কারিগরি সমস্যা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাইলট বিপদ আঁচ করতে পেরেই দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে নিরাপদে বেরিয়ে আসেন বলেও জানানো হয়েছে।

 

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মার্কিন নৌসেনা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার F-35 যুদ্ধবিমান

আপডেট : ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

 পুবের কলম ওয়েবডেস্ক: ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত হল মার্কিন নৌসেনার অত্যাধুনিক F-35 ফাইটার জেট। বুধবার সন্ধ্যায় এই ফিফ্থ জেনারেশন স্টেলথ্ যুদ্ধবিমানটি ভেঙে পড়ে নৌসেনার এয়ার স্টেশন লেমুরের কাছে। ঘটনার সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টা। দুর্ঘটনার সময় পাইলট বরাত জোরে নিরাপদে ইজেক্ট করে বেরিয়ে আসেন। মার্কিন নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, এই বিমানে কোনও আহতের খবর নেই।

 

ভেঙে পড়ার পরই F-35 যুদ্ধবিমানের একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা এখনও যাচাই করেনি এই সময় অনলাইন।

আরও পড়ুন: ৬২ বছরের যুদ্ধ-গৌরবের অবসান: সেপ্টেম্বরে শেষবারের মতো উড়বে মিগ-২১ যুদ্ধবিমান

 

আরও পড়ুন: তেহরানের কাছে ইসরায়েলের সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

F-35 ফাইটার জেটটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন। এটি VF-125 ‘Rough Raiders’ স্কোয়াড্রনের অন্তর্গত, যা একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন হিসেবে কাজ করে। মূলত নৌসেনার পাইলট ও ফ্লাইট ক্রুদের যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দিতেই ব্যবহৃত হয় এই ইউনিট।

 

মার্কিন নৌসেনার বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে কারিগরি সমস্যা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাইলট বিপদ আঁচ করতে পেরেই দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে নিরাপদে বেরিয়ে আসেন বলেও জানানো হয়েছে।

 

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে মার্কিন নৌসেনা।