০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

সুস্মিতা
  • আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 79

পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। স্পেন, ইতালি, পর্তুগাল ও যুক্তরাজ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মিছিল হয়। বার্সেলোনায় প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা গাজায় চলমান যুদ্ধকে “জাতিহত্যা” বলে আখ্যা দেন এবং ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ দাবি করেন। ইতালিতে এক দিনের সাধারণ ধর্মঘটে অংশ নেয় ২০ লাখ মানুষ। এদিকে লন্ডনে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: এশিয়ার কালো টাকার নিরাপদ আশ্রয় লন্ডন!

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধের দাবি জানান। গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইতিমধ্যে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

ইউরোপজুড়ে যখন এই বিক্ষোভ–সমাবেশ চলছিল সে সময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি আছে। গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বার্সেলোনার টাউন হল কর্তৃপক্ষ বলেছে, সেখানে শনিবারের বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা পুলিশের।

আরও পড়ুন: ফিলিস্তিনের সংহতিতে শহরে বিক্ষোভ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপজুড়ে তুমুল বিক্ষোভ, লন্ডনে ৫০০ গ্রেফতার

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইউরোপের বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। স্পেন, ইতালি, পর্তুগাল ও যুক্তরাজ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মিছিল হয়। বার্সেলোনায় প্রায় ৭০ হাজার মানুষ অংশ নেন।

বিক্ষোভকারীরা গাজায় চলমান যুদ্ধকে “জাতিহত্যা” বলে আখ্যা দেন এবং ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ দাবি করেন। ইতালিতে এক দিনের সাধারণ ধর্মঘটে অংশ নেয় ২০ লাখ মানুষ। এদিকে লন্ডনে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থনে মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: এশিয়ার কালো টাকার নিরাপদ আশ্রয় লন্ডন!

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় ইসরায়েলি দলের অংশগ্রহণ নিষিদ্ধের দাবি জানান। গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধে ইতিমধ্যে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

ইউরোপজুড়ে যখন এই বিক্ষোভ–সমাবেশ চলছিল সে সময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, তারা গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব আংশিকভাবে মেনে নিতে রাজি আছে। গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। বার্সেলোনার টাউন হল কর্তৃপক্ষ বলেছে, সেখানে শনিবারের বিক্ষোভে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা পুলিশের।

আরও পড়ুন: ফিলিস্তিনের সংহতিতে শহরে বিক্ষোভ