দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতির কপ্টার, বড়সড় বিপদের হাত থেকে রক্ষা

- আপডেট : ২২ অক্টোবর ২০২৫, বুধবার
- / 154
পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কপ্টার। বড়সড় বিপদের হাত থেকে রক্ষা। হেলিকপ্টার মাটি ছোঁয়ার পরেই ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। আর তাতেই বেসামাল হয়ে বসে যায় হেলিকপ্টারের চাকা। যদিও তার আগেই কপ্টার থেকে নেমে যান রাষ্ট্রপতি। তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টায় কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে কোনও বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। বুধবার সকালে কেরলের প্রমোদমে এই ঘটনা ঘটে।
চারদিনের সফরের কেরলে রাষ্ট্রপরি দ্রোপদী মুর্মু। শবরীমালা আয়াপ্পা মন্দিরে যাচ্ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সকাল ৯টা ৫ মিনিটে নিরাপদেই হেলিপ্যাডে অবতরণ করে তাঁর কপ্টার। তবে রাষ্ট্রপতি হেলিকপ্টার থেকে নামার পরেই ভেঙে যায় কংক্রিটের তৈরি হেলিপ্যাডের একাংশ। অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে। অতিরিক্ত ভারের কারণে কপ্টারে পিছনের অংশ অনেকটাই ঢুকে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামাল দেন আধিকারিকেরা।
উল্লেখ্য, চারদিনের এই সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পা রাখেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ একাধিক মন্ত্রী।