দু’সপ্তাহে তিন হুমকি মেল, এবার উপরাষ্ট্রপতির বাড়িতে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 78
পুবের কলম, ওয়েবডেস্ক: উপরাষ্ট্রপতির বাড়িতে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল। দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল চেন্নাইতে। হুমি মেল পাওয়ার পরই তল্লাশি শুরু করে তামিলনাড়ু পুলিশ। তবে তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে তামিলনাড়ুর ডিজিপি-র অফিসে বেনামি ইমেলে এই হুমকি দেওয়া হয়। ইমেলে বলা হয়, উপরাষ্ট্রপতির বাড়িতে বিস্ফোরক রাখা আছে। এমন হুমকি মেল পাওয়ার পরপরই উপরাষ্ট্রপতির বাড়িতে পৌছায় বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি অভিযান।
গোটা বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। এক বিবৃতিতে রাজ্য পুলিশ জানায়, তল্লাশিতে সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। ভুয়ো হুমকি ছিল, কোনও বিস্ফোরক মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা হামলার হুমকি দিয়ে কে বা কারা মেল পাঠাল, তা এখনও জানা যায়নি। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে তামিলনাড়ুর নীলাঙ্গারাইয়ে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। পুলিশ জানায়, কন্যাকুমারীর এক বাসিন্দা ১০০ তে ফোন করে সতর্ক করে দিয়েছিল যে ভবিষ্যতে কোনও জনসভা পরিচালনা করলে বিজয়ের বাড়িতে বোমা লাগানো হবে।
পরে পুলিশ এই হুমকিকে ভুয়ো বলে ঘোষণা করে। এছাড়াও তামিলনাড়ুর বিখ্যাত সঙ্গীত পরিচালক ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওতেও বোমা হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই মেলেও দাবি করা হয়েছিল, স্টুডিওতে বিস্ফোরক রয়েছে। তামিলনাড়ুর ডিজিপি-র কাছেও সেই মেল পাঠানো হয়েছিল। তবে তল্লাশিতে কোনও বিস্ফোরকের সন্ধান পাওয়া যায়নি।