নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে সবকিছু করব: গণধর্ষণ-কাণ্ডে মুখ খুললেন বোস

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 57
পুবের কলম, ওয়েবডেস্ক: দুর্গাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডাঃ সিভি আনন্দ বোস।
এদিন তিনি বলেন, “যা ঘটেছে তা ভয়াবহ। এটা জনসাধারণের বিবেকের জন্য মর্মান্তিক। এখন সময় এসেছে আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়ানোর। নির্যাতিতার পরিবারকে ন্যায়বিচার দিতে আমরা সবকিছু করব। আমি নির্যাতিতার ও তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। আমরা যা আলোচনা করেছি তা গোপন থাকবে… নির্যাতিতাকে ন্যায়বিচার দিতে এবং ভবিষ্যতে বাংলায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে যথাসাধ্য চেষ্টা করুন। এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক অতীতে, আমাদের একই অভিজ্ঞতা হয়েছে।
বাংলার জাতির নবজাগরণের সূচনা করেছিল বলে মন্তব্য করেন রাজ্যপাল। বোস সাফ বলেন, “আমরা এখানে দ্বিতীয় রেনেসাঁ চাই… কন্যা সন্তানের জন্য বাংলাকে নিরাপদ করতে হবে। আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি না, যে বাংলা নিরাপদ। আমাদের দায়িত্ব স্বীকার করতে হবে এবং দেখতে হবে যে নির্যাতিতাকে ন্যায়বিচার দেওয়া হচ্ছে কিনা।
আমি রিপোর্ট পাব, কিন্তু আমি রিপোর্টের তৈরি করতে পারব না। আমি গ্রাউন্ড জিরোতে আসতে চেয়েছিলাম এবং ক্ষতিগ্রস্থ মানুষদের অনুভূতি নিজের জন্য বুঝতে চেয়েছিলাম। এখন আমার ধারণা আছে ঠিক কী ঘটেছে এবং কীভাবে এটি মোকাবেলা করা উচিত। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা সব ধরনের পদক্ষেপ নেব এবং ভবিষ্যতে এর পুনরাবৃত্তি হবে না।”
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালের ঘটনার ক্ষত এখনও শুকায়নি, এরই মধ্যে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে। এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী শুক্রবার রাতে এক পরিচিত সহপাঠীর সঙ্গে কলেজের বাইরে বেরিয়েছিলেন। অভিযোগ, কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করার পর তরুণীকে টেনে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।