বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়ন: হাম্পিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন দিব্যা

- আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
- / 17
পুবের কলম প্রতিবেদক: বিশ্ব মহিলা দাবায় নতুন চ্যাম্পিয়ন পেল ভারত। লড়াইটা ছিল নাগপুরের দিব্যা দেশমুখ ও কর্ণাটকের কোনেরু হাম্পির মধ্যে। আর সেই লড়াইয়ে অভিজ্ঞ হাম্পিকে দ্বিতীয় টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন মাত্র ১৯ বর্ষীয় ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ।
যাঁর বিরুদ্ধে লড়াইয়ে জিতলেন সেই কোনেরু হাম্পির বয়স দিব্যার দ্বিগুণ। প্রথম দিন দুটি ক্লাসিক্যাল গেমস ড্র হওয়ার পর টাইব্রেকার গড়ায় দ্বিতীয় দিনে। কিন্তু দ্বিতীয় দিনে প্রথম টাইব্রেকারও ড্র হওয়ায় ম্যাচ গড়ায় দ্বিতীয় টাইব্রেকারে।
আর এখানে কিস্তিমাত করে দিলেন দিব্যা। ৩৮-এর অভিজ্ঞ হাম্পিকে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেলেন দিব্যা দেশমুখ। এই প্রথম বিশ্ব দাবার আসরে কোনও ভারতীয় মহিলাকেই হারিয়ে এক ভারতীয় মহিলা দাবাড়ুই বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলেন।