বিহার SIR বিতর্কের শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর বেঞ্চে

- আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
- / 30
আর কিছুক্ষণ পর সুপ্রিম কোর্টে ভোটমুখী বিহারে নির্বাচনী তালিকার Special Intensive Revision (SIR) বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে দায়ের একাধিক আবেদনের শুনানি হতে চলেছে।
বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে। গত ১০ জুলাই সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ন্যায়বিচারের স্বার্থে ভোটার তালিকা সংশোধনে আধার কার্ড, EPIC (ভোটার পরিচয়পত্র), ও রেশন কার্ডকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করার বিষয়টি বিবেচনার জন্য বলেছিল।
বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচীর বেঞ্চ বিহারে SIR প্রক্রিয়া চালু রাখার অনুমতি দেন এবং কোনও স্থগিতাদেশ জারি করেননি। আবেদনকারীরাও SIR প্রক্রিয়া স্থগিত করার জন্য আদালতের কাছে জোরালো অনুরোধ করেননি।
এদিকে ম্যামলাকারীরা আদালতকে জানিয়েছে, নির্বাচন কমিশনের নাগরিকত্ব নির্ধারণের কোনও এখতিয়ার নেই। কিন্তু আজ সর্বোচ্চ আদালত কী রায় দেয়, সেদিকে নজর দেশের মানুষের।