পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক তৎপরতা চললেও লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে সামরিক অভিযান বন্ধ না করার কঠোর বার্তা দিল ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা কমানোর চেষ্টা সত্ত্বেও এই চার ফ্রন্টে ইসরায়েল পূর্ণ শক্তিতে অভিযান চালিয়ে যাবে। ইসরায়েলি বিমানবাহিনীর পাইলটদের এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাটজ বলেন, প্রতিটি অঞ্চলের জন্য আলাদা কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনাপ্রধান এয়াল জামিরও উপস্থিত ছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘মারিভ’-এর তথ্য অনুযায়ী, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক চাপ বজায় রাখা হবে এবং সিরিয়ার মাউন্ট হারমোন ও নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই।
গাজা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী আবারও হামাসকে সম্পূর্ণ নির্মূল ও অঞ্চলটিকে নিরস্ত্রীকরণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ইয়েমেনে হুথিদের সামরিক সক্ষমতা রুখতে সেখানেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। ইরান ইস্যুতে কাটজ দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত হামলায় ইরানের পারমাণবিক ও কৌশলগত সক্ষমতায় অপূরণীয় ক্ষতি করা হয়েছে। যদিও এ বিষয়ে ইরান বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সব মিলিয়ে ইসরায়েলের এই ঘোষণায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও দীর্ঘায়িত ও জটিল হওয়ার আশঙ্কা বাড়ল।
২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র করার ইঙ্গিত: লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে অভিযান চালু রাখার হুঁশিয়ারি ইসরায়েলের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- 7
ট্যাগ :
continuing operations escalation of conflict gaza Indications Israel warns Lebanon Middle East Syria Yemen
সর্বধিক পাঠিত

































