পুবের কলম, ওয়েবডেস্ক: রাজস্থানে ঘটে গেল ভয়াবহ বাস দুর্ঘটনা। মঙ্গলবার রাত ১১টা নাগাদ রাজস্থানের শিকার জেলার ফতেপুরের কাছে জয়পুর-বিকানের জাতীয় সড়কের কাছে স্লিপার ক্লাস বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুরুতর জখম কমপক্ষে ২৮। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে বাসের তিন যাত্রীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি যাত্রীদের চিকিৎসা চলছে।
প্রশাসন জানিয়েছে, বাসে ৫০জন যাত্রী ছিলেন। তাঁরা গুজরাটের ভালসাদ এলাকার বাসিন্দা। তাঁরা বৈষ্ণদেবী দর্শন করে খাটুশ্যামজির মন্দিরে যাচ্ছিলেন। সেই সময়েই ঝুনঝুনু থেকে বিকানেরের দিকে আসছিল একটি ট্রাক। রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস আর ট্রাকের মধ্যে।





























