একমাসেই ১ কোটি! টমেটো বিক্রি করেই কোটিপতি মহারাষ্ট্রের চাষি

- আপডেট : ১৫ জুলাই ২০২৩, শনিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: : একমাসেই এক কোটি! না লটারিতে নয়, শুধুমাত্র টমেটো বিক্রি করেই মহারাষ্ট্রের এক চাষি কোটিপতি বনে গিয়েছেন। পুণের জুন্নারের এই চাষির একমাসে তার আয়ের পরিমাণ ১ কোটি ৫ লক্ষ। প্রায় ১৩ হাজার ক্রেট টমেটো বিক্রি করেই এই টাকা রোজগার করে ফেলেছেন তিনি।
প্রবাদ আছে, ‘কারুও পৌষ মাস তো কারুও সর্বনাশ।’ মহারাষ্ট্রের এই চাষির ক্ষেত্রে সেই প্রবাদই সত্যি হয়েছে। দেশে লাগামছাড়া টমেটোর দাম বৃদ্ধিতে যখন মধ্যবিত্তের পকেটে টান পড়েছে, তখন সেই সুযোগেই দেদার মুনাফা কুড়িয়ে নিলেন মহারাষ্ট্রের এই চাষি। দাম বৃদ্ধির আবহে সেই টমেটো বিক্রি করেই প্রায় জ্যাকপট জিতে নিলেন এই চাষি। তুকারাম ভাগোজী চাষির পরিবার প্রায় ১৩ হাজার ক্রেট টমেটো বিক্রি করে এক মাসেই এক কোটি ৫ লক্ষ টাকা রোজগার করেছেন। তুকারামের ১৮ একর জমি রয়েছে,এর মধ্যে ১২ একর জমিতে তিনি টমেটো চাষ করেছেন। এই চাষে তুকারামকে সাহায্য করেছেন তার পুত্র ঈশ্বর গয়াকর ও পুত্রবধূ সোনালী। তুকারাম ভাগোজীর কথায়, উন্নতমানের টমেটো ফলনের ব্যাপারে সার ও কীটনাশক প্রয়োগে তাদের অভিজ্ঞতা রয়েছে। নারায়ণগঞ্জে শুধুমাত্র একটি টমেটো ক্রেট বিক্রি করেই একদিনেই ২১০০ টাকা আয় করেছে এই পরিবার।
গয়াকর জানান, শুক্রবার ৯০০ ক্রেট বিক্রি করে একদিনেই তাদের ১৮ লক্ষ টাকা আয় হয়েছে। গত মাসে, মানের উপর ভিত্তি করে প্রতি ক্রেট এক থেকে দু’হাজার টাকায় বিক্রি হয়েছে। পুণের জুন্নারে বহু চাষিই শুধুমাত্র টমেটো বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন।
কমিটি টমেটো বিক্রি করে এখন এক মাসে ৮০ কোটি টাকার ব্যবসা করছে, এর ফলে এলাকার প্রায় ১০০ জনেরও বেশি মহিলার কর্মসংস্থান হয়েছে।
নারায়ণগঞ্জে অবস্থিত ঝুনু কৃষি উৎপাদন বাজার কমিটির বাজারে, ভালো মানের (২০ কেজি) ক্রেটের জন্য ১২৫ টাকা কেজিতে টমেটোর সর্বোচ্চ দাম ছিল ২৫০০ টাকা।
মহারাষ্ট্রের পাশপাশি কর্নাটকের কোলারেও এই সপ্তাহে ২ হাজার বাক্স টমেটো বিক্রি করে ৩৮ লক্ষ টাকা আয় করেছেন এক চাষি।