০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিদিন ১১৩টি চকলেট খেলেই ১ কোটির চাকরি!

ইমামা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার
  • / 10

পুবের কলম ওয়েব ডেস্কঃ চকলেট খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের তালিকায় এ খাবারটি থাকবেই। জন্মদিন বা অন্যকোনও উৎসবে উপহার হিসেবেও চকলেট একটি বড় অনুষঙ্গ। দাঁতের ক্ষতি হবে জেনেও স্বাদের কাছে হার মেনে নিতে হয় চকলেট প্রেমীদের।

 

আরও পড়ুন: একমাসেই ১ কোটি! টমেটো বিক্রি করেই কোটিপতি মহারাষ্ট্রের চাষি

কিন্তু কখনও কী ভেবেছেন বিনামূল্যে চকলেট খেয়ে অর্থও আয় করা যায়? যদি এমন সুযোগ দেওয়া হয় তাহলে বিষয়টি কেমন হয়? চকলেট প্রস্তুতকারক কানাডীয় প্রতিষ্ঠান ‘ক্যান্ডি ফানহাউজ’ চকলেটপ্রেমীদের জন্য তেমনই এক সুযোগ নিয়ে এসেছে। গত সপ্তাহে কানাডার প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লক্ষ মার্কিন ডলার (৯৫ লক্ষ টাকা) বেতনে চিফ ক্যান্ডি অফিসার (সিসিও) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।

আরও পড়ুন: ৫ বছর আইনি লড়াই করার পর শিক্ষকতায় চাকরি পেলেন ১৫ জন

 

আরও পড়ুন: চকোলেট কেনার বায়না, ৮ বছরের মেয়েকে মাথা থেঁতলে খুন বাবার

সেই কর্মীর কাজ হবে প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন চকলেটের স্বাদ চেখে দেখা। কাজের অংশ হিসেবে মাসে ওই কর্মীকে প্রায় ৩,৫০০ চকলেটের স্বাদ পরীক্ষা করতে হতে পারে। প্রতিদিন সেই কর্মীকে ১১৩টি চকলেট চেখে দেখতে হবে, যা মানুষের শরীরে  স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি চিনির যোগান দেবে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল কর্মী ঘরে বসেই অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম সুবিধায় চাকরি করতে পারবেন। তবে এত চকলেট খেয়ে দাঁতের ১২টা বেজে যাওয়ার ভয় থাকলেও নিশ্চিন্ত থাকতে পারেন। প্রতিষ্ঠান থেকেই আপনার দাঁতের সুরক্ষা এবং দেখভালের ব্যবস্থা করা হবে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিদিন ১১৩টি চকলেট খেলেই ১ কোটির চাকরি!

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ চকলেট খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দের তালিকায় এ খাবারটি থাকবেই। জন্মদিন বা অন্যকোনও উৎসবে উপহার হিসেবেও চকলেট একটি বড় অনুষঙ্গ। দাঁতের ক্ষতি হবে জেনেও স্বাদের কাছে হার মেনে নিতে হয় চকলেট প্রেমীদের।

 

আরও পড়ুন: একমাসেই ১ কোটি! টমেটো বিক্রি করেই কোটিপতি মহারাষ্ট্রের চাষি

কিন্তু কখনও কী ভেবেছেন বিনামূল্যে চকলেট খেয়ে অর্থও আয় করা যায়? যদি এমন সুযোগ দেওয়া হয় তাহলে বিষয়টি কেমন হয়? চকলেট প্রস্তুতকারক কানাডীয় প্রতিষ্ঠান ‘ক্যান্ডি ফানহাউজ’ চকলেটপ্রেমীদের জন্য তেমনই এক সুযোগ নিয়ে এসেছে। গত সপ্তাহে কানাডার প্রতিষ্ঠানটি বার্ষিক ১ লক্ষ মার্কিন ডলার (৯৫ লক্ষ টাকা) বেতনে চিফ ক্যান্ডি অফিসার (সিসিও) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে।

আরও পড়ুন: ৫ বছর আইনি লড়াই করার পর শিক্ষকতায় চাকরি পেলেন ১৫ জন

 

আরও পড়ুন: চকোলেট কেনার বায়না, ৮ বছরের মেয়েকে মাথা থেঁতলে খুন বাবার

সেই কর্মীর কাজ হবে প্রতিষ্ঠানের তৈরি বিভিন্ন চকলেটের স্বাদ চেখে দেখা। কাজের অংশ হিসেবে মাসে ওই কর্মীকে প্রায় ৩,৫০০ চকলেটের স্বাদ পরীক্ষা করতে হতে পারে। প্রতিদিন সেই কর্মীকে ১১৩টি চকলেট চেখে দেখতে হবে, যা মানুষের শরীরে  স্বাভাবিকের চেয়ে ৫ গুণ বেশি চিনির যোগান দেবে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হল কর্মী ঘরে বসেই অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম সুবিধায় চাকরি করতে পারবেন। তবে এত চকলেট খেয়ে দাঁতের ১২টা বেজে যাওয়ার ভয় থাকলেও নিশ্চিন্ত থাকতে পারেন। প্রতিষ্ঠান থেকেই আপনার দাঁতের সুরক্ষা এবং দেখভালের ব্যবস্থা করা হবে।