২২ অক্টোবর ২০২৫, বুধবার, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাতের ভিআইপি রোডে বেপরোয়া বাইক রেষারেষির বলি ১,  জখম আরও ২

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 106

পুবের কলম প্রতিবেদক: পুলিশের এত সচেতনতামূলক প্রচারমানা হচ্ছে কই?  রাতে বাগুইআটি ভিআইপি রোডের মর্মান্তিক একটি দুর্ঘটনায় উঠছে সেই প্রশ্ন। শুক্রবার গভীর রাতে ভিআইপি রোডে বেপরোয়া বাইক রেষারেষিতে বলি এক যুবক।

পুলিশ জানিয়েছে,  মৃত বাগুইআটি জগৎপুরের বাসিন্দা বছর বাইশের সুখদেব গায়েন। দুর্ঘটনার কবলে গুরুতর জখম আরও দু’জন। আশঙ্কাজনক অবস্থায় তারা আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

শুক্রবার রাত ২:৩০ মিনিট নাগাদ ভিআইপি রোডের কেষ্টপুর-নারায়ণতলার মধ্যবর্তী রাস্তায় ঘটেছে দুর্ঘটনাটি। দুটি বাইকের বেপরোয়া গতি ও রেষারেষির জেরেই ওই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানাচ্ছেন বাগুইআটি ট্রাফিক পুলিশ কর্তারা। এদিন রাতে দামি দুটি বাইকের চালক পরস্পর দ্রুত গতিতে লেকটাউনের দিক থেকে বাগুইআটির দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

সেই যাত্রাকালীন সময়ে কেষ্টপুরের কাছে বাইক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এতেই ঘটে যায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে দুটি বাইক রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এতেই রাস্তার উপর ছিটকে পড়ে আঘাত পান দুই বাইকের তিন আরোহী। রক্তাক্তক অবস্থায় গুরুতর জখম হন বছর বাইশের সুখদেব। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সুকদেবের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে আটক করে তদন্ত শুরু করেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাতের ভিআইপি রোডে বেপরোয়া বাইক রেষারেষির বলি ১,  জখম আরও ২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক: পুলিশের এত সচেতনতামূলক প্রচারমানা হচ্ছে কই?  রাতে বাগুইআটি ভিআইপি রোডের মর্মান্তিক একটি দুর্ঘটনায় উঠছে সেই প্রশ্ন। শুক্রবার গভীর রাতে ভিআইপি রোডে বেপরোয়া বাইক রেষারেষিতে বলি এক যুবক।

পুলিশ জানিয়েছে,  মৃত বাগুইআটি জগৎপুরের বাসিন্দা বছর বাইশের সুখদেব গায়েন। দুর্ঘটনার কবলে গুরুতর জখম আরও দু’জন। আশঙ্কাজনক অবস্থায় তারা আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

শুক্রবার রাত ২:৩০ মিনিট নাগাদ ভিআইপি রোডের কেষ্টপুর-নারায়ণতলার মধ্যবর্তী রাস্তায় ঘটেছে দুর্ঘটনাটি। দুটি বাইকের বেপরোয়া গতি ও রেষারেষির জেরেই ওই মর্মান্তিক দুর্ঘটনা বলে জানাচ্ছেন বাগুইআটি ট্রাফিক পুলিশ কর্তারা। এদিন রাতে দামি দুটি বাইকের চালক পরস্পর দ্রুত গতিতে লেকটাউনের দিক থেকে বাগুইআটির দিকে যাচ্ছিল।

আরও পড়ুন: ভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, মৃত্যু, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, পথে তৃণমূল কংগ্রেস

সেই যাত্রাকালীন সময়ে কেষ্টপুরের কাছে বাইক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর এতেই ঘটে যায় বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে দুটি বাইক রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এতেই রাস্তার উপর ছিটকে পড়ে আঘাত পান দুই বাইকের তিন আরোহী। রক্তাক্তক অবস্থায় গুরুতর জখম হন বছর বাইশের সুখদেব। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সুকদেবের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: ইডেনে শ্বাসরুদ্ধকর জয়ে প্লে অফের পথে থাকল কলকাতা নাইট রাইডার্স

পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটিকে আটক করে তদন্ত শুরু করেছে।