২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাদা হাঙরের হামলায় মৃত ১, আতঙ্কে সিডনি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্কঃ অস্ট্রেলিয়ায় সাদা হাঙরের হামলায় এক ব্যক্তির মৃত্যুর পর থেকে আতঙ্কে প্রশাসন। ৫৯ বছরের মধ্যে সিডনিতে এমন ঘটনা প্রথম। বুধবার সিডনির সৈকতে হাঙরের আক্রমণের পর শহরের বেশিরভাগ সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সাঁতারুদের পানিতে নামতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে– সাদা হাঙরটি পূর্ব সিডনির লিটল বেতে এক সাঁতারুকে আক্রমণ করে। এরপর থেকে সেই হাঙরটির সন্ধান মেলেনি। মৃত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করেছে উপকূলরক্ষীরা। সিডনিতে হাঙরের আক্রমণ অস্বাভাবিক– কারণ শহরটির জলে দীর্ঘদিন ধরে জাল এবং অন্যান্য প্রতিরোধক রয়েছে।

 

আরও পড়ুন: সিডনি জয়ে তৈরি কিউয়ি ব্রিগেড

বৃহস্পতিবার জেট স্কিতে উপকূলরক্ষীরা হাঙ্গরটিকে খুঁজে বের করার জন্য শহরের পূর্ব বন্ডি থেকে দক্ষিণে ক্রোনুলা পর্যন্ত ২৫ কিলোমিটার টহল দিয়েছে। কর্তৃপক্ষ হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করছে। রাজ্য সরকার বলেছে– হাঙর বিশেষজ্ঞরা একটি ফুটেজের ভিত্তিতে জানিয়েছেন– শিকারি সাদা হাঙরটি অন্তত তিন মিটার দৈর্ঘ্যরে। ক্রিস লিন্টো নামে এক প্রত্যক্ষদর্শী বলেন– ‘এক ব্যক্তি সাঁতার কাটছিলেন এবং হঠাৎই একটি হাঙর এসে তাকে আক্রমণ করে। আমরা তার চিৎকার শুনে ঘুরে দাঁড়ালাম। দেখে মনে হচ্ছিল– একটি গাড়ি পানিতে নেমে গেছে– তারপর হাঙরটি একটি বড় ঝাপটা দেয়।’ এ ঘটনার দুই ঘণ্টা পর কর্তৃপক্ষ জল থেকে মৃত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে। ওই এলাকার এমপি মাইকেল ডেলি বলেছেন– ওই ব্যক্তি নিয়মিত ভিজিটর ছিলেন। তিনি প্রায় প্রতিদিনই সাঁতার কাটতেন।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাদা হাঙরের হামলায় মৃত ১, আতঙ্কে সিডনি

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অস্ট্রেলিয়ায় সাদা হাঙরের হামলায় এক ব্যক্তির মৃত্যুর পর থেকে আতঙ্কে প্রশাসন। ৫৯ বছরের মধ্যে সিডনিতে এমন ঘটনা প্রথম। বুধবার সিডনির সৈকতে হাঙরের আক্রমণের পর শহরের বেশিরভাগ সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। সাঁতারুদের পানিতে নামতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে– সাদা হাঙরটি পূর্ব সিডনির লিটল বেতে এক সাঁতারুকে আক্রমণ করে। এরপর থেকে সেই হাঙরটির সন্ধান মেলেনি। মৃত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করেছে উপকূলরক্ষীরা। সিডনিতে হাঙরের আক্রমণ অস্বাভাবিক– কারণ শহরটির জলে দীর্ঘদিন ধরে জাল এবং অন্যান্য প্রতিরোধক রয়েছে।

 

আরও পড়ুন: সিডনি জয়ে তৈরি কিউয়ি ব্রিগেড

বৃহস্পতিবার জেট স্কিতে উপকূলরক্ষীরা হাঙ্গরটিকে খুঁজে বের করার জন্য শহরের পূর্ব বন্ডি থেকে দক্ষিণে ক্রোনুলা পর্যন্ত ২৫ কিলোমিটার টহল দিয়েছে। কর্তৃপক্ষ হেলিকপ্টার ও ড্রোনও ব্যবহার করছে। রাজ্য সরকার বলেছে– হাঙর বিশেষজ্ঞরা একটি ফুটেজের ভিত্তিতে জানিয়েছেন– শিকারি সাদা হাঙরটি অন্তত তিন মিটার দৈর্ঘ্যরে। ক্রিস লিন্টো নামে এক প্রত্যক্ষদর্শী বলেন– ‘এক ব্যক্তি সাঁতার কাটছিলেন এবং হঠাৎই একটি হাঙর এসে তাকে আক্রমণ করে। আমরা তার চিৎকার শুনে ঘুরে দাঁড়ালাম। দেখে মনে হচ্ছিল– একটি গাড়ি পানিতে নেমে গেছে– তারপর হাঙরটি একটি বড় ঝাপটা দেয়।’ এ ঘটনার দুই ঘণ্টা পর কর্তৃপক্ষ জল থেকে মৃত ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে। ওই এলাকার এমপি মাইকেল ডেলি বলেছেন– ওই ব্যক্তি নিয়মিত ভিজিটর ছিলেন। তিনি প্রায় প্রতিদিনই সাঁতার কাটতেন।