০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরাইলি সেনার গুলিতে ১ ফিলিস্তিনি ছাত্র নিহত

ইমামা খাতুন
  • আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার
  • / 6

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪জন। সোমবার ইসরাইল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীরে নিমর্ম এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী, জেনিন শরণার্থী শিবির থেকে স্কুলে  যাওয়ার পথে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।

 

তবে ইসরাইলি বাহিনীর দাবি, অভিযান চলাকালে তাদের ওপর গুলি চালানো হয়। এ সময় প্রাণ বাঁচাতে পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই স্কুলছাত্রের মরদেহ নিয়ে অধিকৃত  পশ্চিম তীরের রাস্তায় নেমে বিক্ষোভ করেন শত শত ফিলিস্তিনি। এ সময় নিরীহ মানুষদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদ জানান তাঁরা। এর আগে মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে তিন ইসরাইলি নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হন।

 

এ ঘটনার পরপরই ওই যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। দীর্ঘদিন ধরেই অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাস-বিরোধী অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালাচ্ছে ইহুদি সেনাবাহিনী। তাদের বাধা দিতে গিয়ে প্রাণ গেছে শত শত ফিলিস্তিনির। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে। ফলে অঞ্চলটিতে ইসরাইলি সেনাদের টার্গেট করে হামলার ঘটনাও বেড়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইসরাইলি সেনার গুলিতে ১ ফিলিস্তিনি ছাত্র নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪জন। সোমবার ইসরাইল অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক বা পশ্চিম তীরে নিমর্ম এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রকের তথ্যানুযায়ী, জেনিন শরণার্থী শিবির থেকে স্কুলে  যাওয়ার পথে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়।

 

তবে ইসরাইলি বাহিনীর দাবি, অভিযান চলাকালে তাদের ওপর গুলি চালানো হয়। এ সময় প্রাণ বাঁচাতে পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই স্কুলছাত্রের মরদেহ নিয়ে অধিকৃত  পশ্চিম তীরের রাস্তায় নেমে বিক্ষোভ করেন শত শত ফিলিস্তিনি। এ সময় নিরীহ মানুষদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদ জানান তাঁরা। এর আগে মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনির ছুরিকাঘাতে তিন ইসরাইলি নাগরিক নিহত ও বেশ কয়েকজন আহত হন।

 

এ ঘটনার পরপরই ওই যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। দীর্ঘদিন ধরেই অধিকৃত পশ্চিম তীরে সন্ত্রাস-বিরোধী অভিযানের নামে নিরীহ ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালাচ্ছে ইহুদি সেনাবাহিনী। তাদের বাধা দিতে গিয়ে প্রাণ গেছে শত শত ফিলিস্তিনির। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে। ফলে অঞ্চলটিতে ইসরাইলি সেনাদের টার্গেট করে হামলার ঘটনাও বেড়েছে।