মার্কিন সুপারমার্কেটে বন্দুক হামলা, নিহত ১০
- আপডেট : ১৫ মে ২০২২, রবিবার
- / 123
পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্কের একটি সুপারমার্কেটের কার পার্কিংয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে দশজনকে হত্যা করেছে এক বন্দুকবাজ। ওই ঘটনায় ১৩জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর ওই বন্দুকবাজকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ। হামলাকারী যুবকের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সামরিক পোশাক পরা ১৮ বছর বয়সী পেটন গেন্ড্রন নামের ওই যুবক নিউ ইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে রাইফেল নিয়ে ঢুকে হামলা চালায়। এতে সুপারশপের চার কর্মী মারা যান। ১৩ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে ১১ জন কৃষ্ণাঙ্গ ও দু’জন শ্বেতাঙ্গ। পুলিশ দাবি করছে, হামলার মূল কারণ ‘বর্ণবিদ্বেষ’। তদন্তে পুলিশের দাবি সত্য হলে আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে এটি হবে সবচেয়ে মারাত্মক বর্ণবাদী গণহত্যা। পুলিশ কর্মকর্তারা জানান, বন্দুকবাজ কিশোর পেটন গেন্ড্রন সামরিক পোশাক ছাড়াও শরীরে বর্ম পরেছিল এবং হেলমেটে ক্যামেরা লাগিয়ে সোশ্যাল সাইটে পুরো ঘটনার লাইভ স্ট্রিমিং করছিল। পেটন আক্রমণ চালানোর জন্য ২০০ মাইলেরও বেশি গাড়ি চালিয়ে বাফেলোতে এসেছিল। আসার ঘটনাটিও সে সরাসরি সম্প্রচার করে। মনে করা হচ্ছে, ওই হামলাকারী শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শ দ্বারা প্রভাবিত। পেটন গেন্ড্রন আটক হওয়ার খানিক পরই সোশ্যাল মিডিয়ায় একটি ম্যানিফেস্টোর খোঁজ পান গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে, পেটন অনলাইনে সেটি পোস্ট করে এসেছিল। ম্যানিফেস্টোতে অভিবাসন বিরোধী ও বর্ণবাদী লেখা পাওয়া গিয়েছে। এতে বলা হয়, ‘কালো অভিবাসীরা সাদা মার্কিনিদের স্থানে জায়গা করে নিতে চাইছে’। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন








































