১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে ডেঙ্গু আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি, সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 66

পুবের কলম প্রতিবেদক: উত্তর ২৪ পরগনার বসিরহাট স্বাস্থ্য জেলায়  সীমান্ত থেকে সুন্দরবন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে স্বরূপনগর ব্লকের শাঁড়াপুল গ্রামীণ  হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন রোগীরা।

সীমান্তে ডেঙ্গু আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি, সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

অন্যদিকে সন্দেশখালির ঘোষপুর হাসপাতালে ও বসিরহাট জেলা হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে রোগী। এ বছরের বৃষ্টির পরিমাণ যথেষ্ট কম। তার ওপরে পুজোর আগে ডেঙ্গু চোখ রাঙাচ্ছে।  ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা প্রশাসনিক আধিকারিকরা নড়েচড়ে বসেছেন। একদিকে যেমন পঞ্চায়েত ও পৌরসভা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের রক্ত ও মুখের লালা নমুনা পরীক্ষা করছেন।

আরও পড়ুন: বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কড়া নিরাপত্তা, সেনাবাহিনীর বাড়তি নজরদারি

সীমান্তে ডেঙ্গু আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি, সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

অন্যদিকে তাদের মোবাইল ফোনের নম্বর ঠিকানা এবং চিহ্নিত করছেন স্বাস্থ্য কর্মীরা।  শাঁড়াপুল গ্রামীণ হাসপাতলের চিকিৎসক সঞ্জয় পাত্র বলেন, আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আগেভাগেই আমরা নড়েচড়ে বসেছি। স্বাস্থ্যকর্মী হাসপাতালের নার্সদের চিকিৎসকদের সতর্কতা থাকা নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির মধ্যে রাখা হয়েছে।

 

পাশাপাশি জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু ও জ্বর বার্তা নিয়ে বাড়ি বাড়ি প্রচার লিফলেট দেওয়া হচ্ছে। রক্ত পরীক্ষা করার নির্দেশিকা জারি করেছে। আমরা চাই এই জ্বরটা  কোনো রকম ভাবে বাড়তে দেওয়া যাবে না। ডেঙ্গুর একটু প্রকোপ রয়েছে। এই সময়টা যেহেতু ঋতু পরিবর্তন ।যার ফলে একটু সাবধানে থাকার বার্তা দিচ্ছি।

 

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পুর্তের কর্মদক্ষ নারায়ণ গোস্বামী বলেন, ঋতু পরিবর্তন ও সামনে দুর্গাপূজো সমস্ত ক্লাব সংগঠনগুলো উদ্যোক্তাদের ডেঙ্গু সচেতনতা বার্তা দেওয়ার আবেদন জানানো হয়েছে। বড় বড় ফেস্টুন প্লাকার্ড রাখতে বলা হয়েছে প্যান্ডেলের গায়ে। পাশাপাশি পঞ্চায়েত পৌরসভা গুলোকে নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত ডেঙ্গু মোকাবেলা করার জন্য সবরকম পরিস্থিতি আমরা নজরে রেখেছি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সীমান্তে ডেঙ্গু আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি, সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদক: উত্তর ২৪ পরগনার বসিরহাট স্বাস্থ্য জেলায়  সীমান্ত থেকে সুন্দরবন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যে স্বরূপনগর ব্লকের শাঁড়াপুল গ্রামীণ  হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে  চিকিৎসাধীন রোগীরা।

সীমান্তে ডেঙ্গু আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি, সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা

আরও পড়ুন: Gaza hospital-এ বোমা মেরে ৫ সাংবাদিককে খুন ইসরাইলের

অন্যদিকে সন্দেশখালির ঘোষপুর হাসপাতালে ও বসিরহাট জেলা হাসপাতালে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে রোগী। এ বছরের বৃষ্টির পরিমাণ যথেষ্ট কম। তার ওপরে পুজোর আগে ডেঙ্গু চোখ রাঙাচ্ছে।  ইতিমধ্যে উত্তর ২৪ পরগনা প্রশাসনিক আধিকারিকরা নড়েচড়ে বসেছেন। একদিকে যেমন পঞ্চায়েত ও পৌরসভা গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে জ্বরে আক্রান্ত রোগীদের রক্ত ও মুখের লালা নমুনা পরীক্ষা করছেন।

আরও পড়ুন: বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কড়া নিরাপত্তা, সেনাবাহিনীর বাড়তি নজরদারি

সীমান্তে ডেঙ্গু আক্রান্ত ১০ জন হাসপাতালে ভর্তি, সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

অন্যদিকে তাদের মোবাইল ফোনের নম্বর ঠিকানা এবং চিহ্নিত করছেন স্বাস্থ্য কর্মীরা।  শাঁড়াপুল গ্রামীণ হাসপাতলের চিকিৎসক সঞ্জয় পাত্র বলেন, আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আগেভাগেই আমরা নড়েচড়ে বসেছি। স্বাস্থ্যকর্মী হাসপাতালের নার্সদের চিকিৎসকদের সতর্কতা থাকা নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারির মধ্যে রাখা হয়েছে।

 

পাশাপাশি জ্বরে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু ও জ্বর বার্তা নিয়ে বাড়ি বাড়ি প্রচার লিফলেট দেওয়া হচ্ছে। রক্ত পরীক্ষা করার নির্দেশিকা জারি করেছে। আমরা চাই এই জ্বরটা  কোনো রকম ভাবে বাড়তে দেওয়া যাবে না। ডেঙ্গুর একটু প্রকোপ রয়েছে। এই সময়টা যেহেতু ঋতু পরিবর্তন ।যার ফলে একটু সাবধানে থাকার বার্তা দিচ্ছি।

 

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পুর্তের কর্মদক্ষ নারায়ণ গোস্বামী বলেন, ঋতু পরিবর্তন ও সামনে দুর্গাপূজো সমস্ত ক্লাব সংগঠনগুলো উদ্যোক্তাদের ডেঙ্গু সচেতনতা বার্তা দেওয়ার আবেদন জানানো হয়েছে। বড় বড় ফেস্টুন প্লাকার্ড রাখতে বলা হয়েছে প্যান্ডেলের গায়ে। পাশাপাশি পঞ্চায়েত পৌরসভা গুলোকে নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত ডেঙ্গু মোকাবেলা করার জন্য সবরকম পরিস্থিতি আমরা নজরে রেখেছি।