০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দশম-দ্বাদশের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু, অ্যাডমিট দেওয়া শুরু করল সিবিএসই

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার
  • / 5

পুবের কলম প্রতিবেদক:  আগামী ১৫ ফেব্রুয়ারি দশম-দ্বাদশের পরীক্ষা শুরু করছে সিবিএসই। তার আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করল সিবিএসই কর্তৃপক্ষ।

সিবিএসই জানিয়েছে, সংশ্লিষ্ট শ্রেণির ছাত্রছাত্রীদের নির্দিষ্ট দিনে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বোর্ডের থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে। সিবিএসই আরও জানিয়েছে, এক্ষেত্রে স্কুলের অ্যাফিলিয়েশন নম্বর, ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে হবে।

সিবিএসই-র সূচি অনুযায়ী, একটিমাত্র শিফটেই পরীক্ষা হবে। তবে বিষয় অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময়গুলি ভিন্ন থাকবে। সবক’টি পরীক্ষাই সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। এরমধ্যে কোনও পরীক্ষা শেষ হবে সাড়ে ১২টায়, আবার কোনও পরীক্ষা চলবে বেলা দেড়টা পর্যন্ত।

অ্যাডমিট কার্ডের মাধ্যমেই পরীক্ষার্থীরা পরীক্ষার সূচি জানতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০০ শতাংশ সিলেবাসেই পরীক্ষা হবে। বোর্ডের তরফে পড়ুয়াদের সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য স্কুল কর্তৃপক্ষকে প্রথমে সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর স্কুলের লগইন লিঙ্কে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। সবশেষে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

এ দিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। তার আগে অ্যাডমিট কার্ড দেওয়া-সহ নানা কর্মসূচি শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দশম-দ্বাদশের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি শুরু, অ্যাডমিট দেওয়া শুরু করল সিবিএসই

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদক:  আগামী ১৫ ফেব্রুয়ারি দশম-দ্বাদশের পরীক্ষা শুরু করছে সিবিএসই। তার আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করল সিবিএসই কর্তৃপক্ষ।

সিবিএসই জানিয়েছে, সংশ্লিষ্ট শ্রেণির ছাত্রছাত্রীদের নির্দিষ্ট দিনে স্কুলে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ নির্দিষ্ট ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে বোর্ডের থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে। সিবিএসই আরও জানিয়েছে, এক্ষেত্রে স্কুলের অ্যাফিলিয়েশন নম্বর, ইউজার আইডি হিসাবে ব্যবহার করতে হবে।

সিবিএসই-র সূচি অনুযায়ী, একটিমাত্র শিফটেই পরীক্ষা হবে। তবে বিষয় অনুযায়ী, পরীক্ষার নির্ধারিত সময়গুলি ভিন্ন থাকবে। সবক’টি পরীক্ষাই সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। এরমধ্যে কোনও পরীক্ষা শেষ হবে সাড়ে ১২টায়, আবার কোনও পরীক্ষা চলবে বেলা দেড়টা পর্যন্ত।

অ্যাডমিট কার্ডের মাধ্যমেই পরীক্ষার্থীরা পরীক্ষার সূচি জানতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ১০০ শতাংশ সিলেবাসেই পরীক্ষা হবে। বোর্ডের তরফে পড়ুয়াদের সম্পূর্ণ সিলেবাস অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য স্কুল কর্তৃপক্ষকে প্রথমে সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর স্কুলের লগইন লিঙ্কে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করতে হবে। সবশেষে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

এ দিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। তার আগে অ্যাডমিট কার্ড দেওয়া-সহ নানা কর্মসূচি শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ।