পুবের কলম, ওয়েবডেস্ক: দু’টি পৃথক অভিযানে ছত্তিশগড়ে নিহত ১৪ জন মাওবাদী। শনিবার সকালে সুকমা এবং বিজাপুর জেলায় অভিযান চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। সেই অভিযানে সুকমায় নিহত ১২ জন। আর বিজাপুরে দু’জন। সূত্রের খবর, ছত্তিসগড়ের সুকমার জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। শনিবার সকালে কিস্তাওয়ারের জঙ্গলে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
জানা যায়, কিস্তাওয়ারের জঙ্গলের কাছে পামলুর গ্রামে মাওবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর পান গোয়েন্দারা। তার পরেই যৌথ অভিযানে নামে পুলিশ এবং আধা সামরিক বাহিনীর একটি দল। প্রথম অভিযানটি হয় সুকমায়। সেই মতো নিরাপত্তাবাহিনী গভীর জঙ্গলে প্রবেশ করতেই তাদের উপর হামলা চালায় মাওবাদীরা। নিরাপত্তাবাহিনীও প্রত্যাঘাত করে। সেই সময় গুলির লড়াইয়ে ১২ জন মাওবাদীর মৃত্যু হয়। তাঁদের মধ্যে কোন্তা এরিয়া কমিটির নেতা শচীন মাংডুও ছিলেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বিজাপুরে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে হুঙ্গা মাদকাম নামে এক শীর্ষ মাওবাদী নেতার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি এসএলআর এবং এবং একটি ১২ বোরের রাইফেল উদ্ধার হয়েছে।
এসপি কিরণ চবণ জানান, সুকমার ঘটনাস্থল থেকে কিছু একে-৪৭ এবং ইনসাস রাইফেলও পাওয়া গিয়েছে। বিজাপুরের ঘটনাস্থল থেকেও মিলেছে এসএলআর এবং ১২-বোর রাইফেল।



























