পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের সাতটি জেলায় গত তিন বছরে ১৪ হাজারের বেশি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিধানসভায় এতথ্য জানিয়েছেন জনস্বাস্থ্যমন্ত্রী প্রকাশ আবিটকর। তিনি বলেন, মহারাষ্ট্রের সাতটি জেলায় গত তিন বছরে ১৪ হাজার ৫ শো ২৬টি শিশুর মৃত্যু হয়েছে।
বিজেপি বিধায়ক স্নেহা দুবের উত্থাপিত প্রশ্নের লিখিত জবাবে অবিটকর জানান, ২০২২-২৩ এবং ২০২৪-২৫-এর মধ্যে পুনে, মুম্বই, ছত্রপতি সম্ভাজিনগর, নাগপুর, অমরাবতী, আকোলা এবং ইয়াভাতমাল জেলায় শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজাতি অধ্যুষিত পালঘর জেলায় ১৩৮টি শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই সংখ্যায় সরকারি সুবিধায় ভর্তি শিশু এবং পাঁচ বছরের কম বয়সী শিশুদের পাশাপাশি গুরুতর অপুষ্টির ঘটনাও অন্তর্ভুক্ত রয়েছে।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত রাজ্য স্বাস্থ্য বিভাগের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, যে ২০৩টি শিশু গুরুতর তীব্র অপুষ্টি (এসএএম) এবং ২,৬৬৬টি মাঝারি তীব্র অপুষ্টিতে ভুগছেন। কম ওজনের শিশুদের অনুপাত ০.২৩ শতাংশে রেকর্ড করা হয়েছিল। যখন ১.৪৮ শতাংশ মাঝারি কম ওজনের বিভাগে পড়েছিল।
তিনি ভারতের রেজিস্ট্রার জেনারেল দ্বারা প্রকাশিত নমুনা নিবন্ধন সিস্টেম ২০২২-এর কথাও উল্লেখ করেছেন, যা মহারাষ্ট্রের নবজাতকের মৃত্যুর হার প্রতি ১ হাজার জীবিত জন্মের মধ্যে ১১ হিসাবে অনুমান করেছে। যা জাতীয় গড় ২৩ এর চেয়ে কম। অবিটকর বলেন, রাজ্য সরকার অপুষ্টি হ্রাস করতে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস প্রোগ্রামের অধীনে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, গর্ভবতী মহিলাদের জন্য ডঃ এ পি জে আব্দুল কালাম অমৃত আহার যোজনা, স্বল্প মূল্যের শিশুদের জন্য সুনির্দিষ্ট হস্তক্ষেপ, পুষ্টি অভিযান, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা এবং ‘সুপোষিত মহারাষ্ট্র’ উদ্যোগ।































