০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পেতে খুন করেছিল দিল্লির ১৬ বছরের কিশোর

সামিমা এহসানা
  • আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার
  • / 15

পুবের কলম ওয়েব ডেস্ক: প্রথমে খুন, পরে খুনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করা বিপজ্জনক অপরাধী। নাকি মানসিক রোগী! তবে চমকে যাওয়ার ঘটনা এবং বাস্তব এটাই দিল্লির ওই নাবালক কেবল সোশাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার জন্য ক্যামেরায় এই কর্মকাণ্ড রেকর্ড করে। দিল্লিতে এই প্রবণতা ক্রমে বাড়ছে। সোশাল মিডিয়ায় খ্যাতি পেতে নিজেকে অপরাধী প্রমাণ করতেও পিছু হটছে না।

২১ নভেম্বর দিল্লির জাহানাবাদে ৩৫০ টাকা নিয়ে বাড়ির বাজার করতে বের হয় ১৮ বছরের ইউসুফ। কিন্তু সে আর ফিরে আসেনি। মধ্যরাতে উদ্বিগ্ন ইউসুফের মা রুকসানাকে পুলিশ ফোন করে জানায় ইউসুফ খুন হয়েছে। কিছু পরেই সোশাল মিডিয়ায় এই খুনের ভিডিয়ো ভাইরাল হয়। এই ভিডিয়োয় দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য। ১৬-১৭ বছরের একটি ছেলে ইউসুফের ঘাড়ে লাগাতার ছুরির কোপ মারছে। ছেলেটি ১০০ বারের বেশি ইউসুফের ঘাড়ে ছুরি চালায়। খানিকপরেই রাস্তার উপর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায় ইউসুফ। এরচেয়েও বিস্ময়ের ব্যাপার, ছেলেটি পালায়নি সেখান থেকে বরং সেখানে নাচ করতে থাকে। পুলিশ তাকে গ্রেফতার করলে আরও এক ভয়ঙ্কর সত্যি সামনে আসে। এটাই এই নাবালকের প্রথম খুন নয়। এর আগেও সে একাধিক খুনের সঙ্গে জড়িত ছিল।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পেতে খুন করেছিল দিল্লির ১৬ বছরের কিশোর

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক: প্রথমে খুন, পরে খুনের ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল করা বিপজ্জনক অপরাধী। নাকি মানসিক রোগী! তবে চমকে যাওয়ার ঘটনা এবং বাস্তব এটাই দিল্লির ওই নাবালক কেবল সোশাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার জন্য ক্যামেরায় এই কর্মকাণ্ড রেকর্ড করে। দিল্লিতে এই প্রবণতা ক্রমে বাড়ছে। সোশাল মিডিয়ায় খ্যাতি পেতে নিজেকে অপরাধী প্রমাণ করতেও পিছু হটছে না।

২১ নভেম্বর দিল্লির জাহানাবাদে ৩৫০ টাকা নিয়ে বাড়ির বাজার করতে বের হয় ১৮ বছরের ইউসুফ। কিন্তু সে আর ফিরে আসেনি। মধ্যরাতে উদ্বিগ্ন ইউসুফের মা রুকসানাকে পুলিশ ফোন করে জানায় ইউসুফ খুন হয়েছে। কিছু পরেই সোশাল মিডিয়ায় এই খুনের ভিডিয়ো ভাইরাল হয়। এই ভিডিয়োয় দেখা যায় এক মর্মান্তিক দৃশ্য। ১৬-১৭ বছরের একটি ছেলে ইউসুফের ঘাড়ে লাগাতার ছুরির কোপ মারছে। ছেলেটি ১০০ বারের বেশি ইউসুফের ঘাড়ে ছুরি চালায়। খানিকপরেই রাস্তার উপর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায় ইউসুফ। এরচেয়েও বিস্ময়ের ব্যাপার, ছেলেটি পালায়নি সেখান থেকে বরং সেখানে নাচ করতে থাকে। পুলিশ তাকে গ্রেফতার করলে আরও এক ভয়ঙ্কর সত্যি সামনে আসে। এটাই এই নাবালকের প্রথম খুন নয়। এর আগেও সে একাধিক খুনের সঙ্গে জড়িত ছিল।