০৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বাংলাদেশে বজ্রপাতে নিহত ১৭
অর্পিতা লাহিড়ী
- আপডেট : ৪ অগাস্ট ২০২১, বুধবার
- / 12
পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বৌভাতের একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বাজ পড়ে নিহত হলেন ১৭ জানা যাচ্ছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ২০/২৫ জন একটি নৌকা করে শিবগঞ্জ উপজেলার দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মোহাম্মদ হোসেন আলির মেয়ের বৌভাতের অনুষ্ঠানে আসছিলেন ।
পথে বৃষ্টি শুরু হলে তাঁরা নৌকা থেকে নেমে ঘাটের কাছে একটি ঘরে আশ্রয় নেন। এই সময় বজ্রপাতের ঘটনা ঘটলে নিহত হন ১৭ জন। এদের মধ্যে র্য়েছেন ৫ জন মহিলাও।এই বজ্রপাতে ঘরের বাইরে থাকা আরও পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। নিহতদের মধ্যে ১৬ জনের পরিচয় এখনও জানা যায়নি।