০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অশান্ত জম্মু-কাশ্মীর, জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নিল ১৭ বছরের পরিযায়ী শ্রমিকের, আহত আরও ১

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার
  • / 21

পুবের কলম, ওয়েবডেস্ক:  অশান্ত জম্মু-কাশ্মীর। প্রতিদিনই একের পর এক রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী থাকছে উপত্যকা। ক্রমশ দীর্ঘ হচ্ছে সন্ত্রাসের তালিকা। বৃহস্পতিবার ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করার পর ফের রাতেই রক্তাক্ত হল উপত্যকা। এবার দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুদগাম জেলায় দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। মৃতের নাম দিলখুশ। ১৭ বছরের এই কিশোর বিহারের বাসিন্দা ছিল। আহত অপর শ্রমিক গুরির বাসিন্দা। বারপোরার বুদগামের জুদুর এলাকায় জঙ্গিদের গুলিতে এক শ্রমিকের কাঁধে ও অপর জনের হাতে গুলি লাগে।

আরও পড়ুন: ৫ পরিযায়ী শ্রমিককে যোগী-পুলিশের হাত থেকে উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ

আহত শ্রমিকদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের এসএমএইচএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই দিলখুশের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। ঘটনার পর থেকে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।। শ্রমিকরা বুদগামের চাদুরা এলাকায় একটি ইট ভাটায় কাজ করতেন।

আরও পড়ুন: গোটা দেশকে গর্বিত করেছে Operation SINDOOR: রাজনাথ সিং

উল্লেখ্য, বৃহস্পতিবার জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নেয় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আর এ মোহন পোরার এলাকায় দেহাতি ব্যাঙ্কে ম্যানেজার বিজয় কুমারের। ব্যাঙ্কের মধ্যে ঢুকে হত্যা করে পালিয়ে যায় এক বন্দুকধারী। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনা। রাজস্থানের বাসিন্দা ছিলেন তিনি। এই ঘটনার কয়েকদিন আগে জঙ্গিদের হাতে নিহত হন স্কুল শিক্ষিকা রজনী বালা। এখানেই শেষ নয়। বদগামের চাদুরা এলাকায় লস্কর-ই-তৈয়বা জঙ্গিদের গুলি প্রাণ কাড়ে টিভি শিল্পী আমরিন ভাটের। ১২ মে মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকায় রাহুল ভাট বলে এক ব্যক্তি নিহত হন। রাহুল ছিলেন ২০১১-১২ সালে অভিবাসীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে ক্ল্যারিক্যাল কর্মী।

আরও পড়ুন: জঙ্গি ঘাঁটি গুঁড়াতেই বেপরোয়া পাকিস্তান, কাশ্মীরে অতর্কিত গোলাবর্ষণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশান্ত জম্মু-কাশ্মীর, জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নিল ১৭ বছরের পরিযায়ী শ্রমিকের, আহত আরও ১

আপডেট : ৩ জুন ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  অশান্ত জম্মু-কাশ্মীর। প্রতিদিনই একের পর এক রক্তক্ষয়ী ঘটনার সাক্ষী থাকছে উপত্যকা। ক্রমশ দীর্ঘ হচ্ছে সন্ত্রাসের তালিকা। বৃহস্পতিবার ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে খুন করার পর ফের রাতেই রক্তাক্ত হল উপত্যকা। এবার দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বুদগাম জেলায় দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। মৃতের নাম দিলখুশ। ১৭ বছরের এই কিশোর বিহারের বাসিন্দা ছিল। আহত অপর শ্রমিক গুরির বাসিন্দা। বারপোরার বুদগামের জুদুর এলাকায় জঙ্গিদের গুলিতে এক শ্রমিকের কাঁধে ও অপর জনের হাতে গুলি লাগে।

আরও পড়ুন: ৫ পরিযায়ী শ্রমিককে যোগী-পুলিশের হাত থেকে উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ

আহত শ্রমিকদের প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের এসএমএইচএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই দিলখুশের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকেরা। ঘটনার পর থেকে এলাকা ঘিরে রেখেছে পুলিশ। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।। শ্রমিকরা বুদগামের চাদুরা এলাকায় একটি ইট ভাটায় কাজ করতেন।

আরও পড়ুন: গোটা দেশকে গর্বিত করেছে Operation SINDOOR: রাজনাথ সিং

উল্লেখ্য, বৃহস্পতিবার জঙ্গিদের গুলি প্রাণ কেড়ে নেয় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আর এ মোহন পোরার এলাকায় দেহাতি ব্যাঙ্কে ম্যানেজার বিজয় কুমারের। ব্যাঙ্কের মধ্যে ঢুকে হত্যা করে পালিয়ে যায় এক বন্দুকধারী। সিসি ক্যামেরায় ধরা পড়ে সেই ঘটনা। রাজস্থানের বাসিন্দা ছিলেন তিনি। এই ঘটনার কয়েকদিন আগে জঙ্গিদের হাতে নিহত হন স্কুল শিক্ষিকা রজনী বালা। এখানেই শেষ নয়। বদগামের চাদুরা এলাকায় লস্কর-ই-তৈয়বা জঙ্গিদের গুলি প্রাণ কাড়ে টিভি শিল্পী আমরিন ভাটের। ১২ মে মধ্য কাশ্মীরের বুদগাম জেলার চাদুরা এলাকায় রাহুল ভাট বলে এক ব্যক্তি নিহত হন। রাহুল ছিলেন ২০১১-১২ সালে অভিবাসীদের জন্য বিশেষ কর্মসংস্থান প্যাকেজের অধীনে ক্ল্যারিক্যাল কর্মী।

আরও পড়ুন: জঙ্গি ঘাঁটি গুঁড়াতেই বেপরোয়া পাকিস্তান, কাশ্মীরে অতর্কিত গোলাবর্ষণ