০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড ১৯ সাংসদ, রয়েছে তৃনমূলের ৭

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 12

পুবের কলম ওয়েবডেস্কঃ অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে  তৃণমূলের সাত জন সাংসদ -সহ  ১৯ বিরোধী সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল মঙ্গলবার।এই তালিকায় রয়েছেন তৃণমূলের  দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী প্রমুখ।

 

অন্যদিকে এছাড়া সাসপেন্ড  হওয়া বাকি সাংসদের মধ্যে আছেন, হামামেদ আবদুল্লা (‌ডিএমকে)‌, বি লিঙ্গাইয়া যাদব (‌তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি)‌, এ এ রহিম (‌সিপিএম)‌, বরিহন্দ্র ভাড্ডিরাজু (‌টিআরএস)‌, এস কল্যাণসুন্দরম (‌ডিএমকে)‌, আর গিররঞ্জন (‌ডিএমকে)‌, এন আর এলাঙ্গো (‌ডিএমকে)‌, ভি শিবদাসান (‌সিপিএম)‌, এম সম্মুগম (‌ডিএমকে)‌, দামোদর রাও দিবাকোন্ডা (‌টিআরএস)‌, সন্দেশ কুমার পি (‌সিপিআই)‌ ও কানিমোঝি এনভিএন সোমু (‌ডিএমকে)‌।

 

চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও সাসপেন্ড করা হয়েছে এই ১৯ জনকে।মূল্যবৃদ্ধি,  গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা, জিএসটি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবীতে মঙ্গলবার রাজ্যসভা ও লোকসভায় সরব হন এই সাংসদরা। আলোচনার শুরুতেই দফায় দফায় বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়।

 

প্রসঙ্গতও, গতবছরও গতবছরও বাদল অধিবেশনের সময় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দোলা, মৌসম–সহ ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও সে বার একদিনের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছিল। এইবার চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও করা হয়েছে। এবং বাদল অধিবেশন চলবে ১২ আগস্ট অবধি।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশৃঙ্খলার অভিযোগে রাজ্যসভা থেকে সাসপেন্ড ১৯ সাংসদ, রয়েছে তৃনমূলের ৭

আপডেট : ২৬ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ অধিবেশন চলাকালীন বিশৃঙ্খলা তৈরির অভিযোগে  তৃণমূলের সাত জন সাংসদ -সহ  ১৯ বিরোধী সাংসদকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল মঙ্গলবার।এই তালিকায় রয়েছেন তৃণমূলের  দোলা সেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তনু সেন, আবীররঞ্জন বিশ্বাস, নাদিমূল হক এবং শান্তা ছেত্রী প্রমুখ।

 

অন্যদিকে এছাড়া সাসপেন্ড  হওয়া বাকি সাংসদের মধ্যে আছেন, হামামেদ আবদুল্লা (‌ডিএমকে)‌, বি লিঙ্গাইয়া যাদব (‌তেলঙ্গনা রাষ্ট্রীয় সমিতি)‌, এ এ রহিম (‌সিপিএম)‌, বরিহন্দ্র ভাড্ডিরাজু (‌টিআরএস)‌, এস কল্যাণসুন্দরম (‌ডিএমকে)‌, আর গিররঞ্জন (‌ডিএমকে)‌, এন আর এলাঙ্গো (‌ডিএমকে)‌, ভি শিবদাসান (‌সিপিএম)‌, এম সম্মুগম (‌ডিএমকে)‌, দামোদর রাও দিবাকোন্ডা (‌টিআরএস)‌, সন্দেশ কুমার পি (‌সিপিআই)‌ ও কানিমোঝি এনভিএন সোমু (‌ডিএমকে)‌।

 

চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও সাসপেন্ড করা হয়েছে এই ১৯ জনকে।মূল্যবৃদ্ধি,  গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা, জিএসটি সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবীতে মঙ্গলবার রাজ্যসভা ও লোকসভায় সরব হন এই সাংসদরা। আলোচনার শুরুতেই দফায় দফায় বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়।

 

প্রসঙ্গতও, গতবছরও গতবছরও বাদল অধিবেশনের সময় বিশৃঙ্খলা তৈরির অভিযোগে দোলা, মৌসম–সহ ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও সে বার একদিনের জন্য তাদের সাসপেন্ড করা হয়েছিল। এইবার চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্তও করা হয়েছে। এবং বাদল অধিবেশন চলবে ১২ আগস্ট অবধি।