০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

২ পবিত্র মসজিদে তারাবি এবং তাহাজ্জুদের নামায পড়াবেন ১২জন ইমাম  

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার
  • / 108

পুবের কলম,ওয়েবডেস্ক: সপ্তাহ পেরোলেই পবিত্র মাহে রমযান। ইফতার-সেহরির মতো এ রমযানের অন্যতম অনুষঙ্গ তারাবির ব্যাপারেও প্রস্তুতি নেন রোযাদাররা। প্রস্তুতি নেয় মসজিদ কর্তৃপক্ষও। তেমনই মুসলিমদের শীর্ষ দুই পবিত্র স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবি ও তাহাজ্জুদের নামায আদায়ের জন্য ইমামদের বেছে নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

দুই পবিত্র মসজিদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে, রমযানে মসজিদুল হারামে তারাবি ও তাহাজ্জুদ পড়াবেন ৬জন ইমাম। তারা হলেন, শায়খ আধুর রহমান সুদাইস, শায়খ ইয়াসির দাওসারি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ মাহের মুআইকিলি ও শায়খ বান্দার বালিলা।

আরও পড়ুন: অসুস্থ বিশিষ্ট আলেম মুফতি লিয়াকত আলি, সুস্থতার জন্য দোওয়ার আহ্বান পরিবারের

অন্যদিকে মসজিদে নববীতে তারাবি ও তাহাজ্জুদ নামাযের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন- শায়খ আধুল্লাহ বুআইজান, শায়খ আলি হুজাইফি, আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আধুল মুহসিন কাসিম, শায়খ খালেদ মুহান্না ও শায়খ সালাহ আল-বুদাইর। সবমিলিয়ে ১২ জন ইমাম এবার পবিত্র ২ মসজিদে তারাবি ও তাহাজ্জুদ নামাযে ইমামতি করবেন।

আরও পড়ুন: ঈদ-উল আযহা-র নামায আদায় হাতিয়ারার জামে মসজিদে

পবিত্র ২ মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তারাবির ইমামদের এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এ তালিকায় জনপ্রিয় ইমাম শায়খ ড. সউদ আল শুরাইমের নাম নেই। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নামায আদায় পার্ক সার্কাস ময়দানে, রয়েছেন পুবের কলম পত্রিকার সম্পাদক সহ বিশিষ্টরা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২ পবিত্র মসজিদে তারাবি এবং তাহাজ্জুদের নামায পড়াবেন ১২জন ইমাম  

আপডেট : ১৭ মার্চ ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: সপ্তাহ পেরোলেই পবিত্র মাহে রমযান। ইফতার-সেহরির মতো এ রমযানের অন্যতম অনুষঙ্গ তারাবির ব্যাপারেও প্রস্তুতি নেন রোযাদাররা। প্রস্তুতি নেয় মসজিদ কর্তৃপক্ষও। তেমনই মুসলিমদের শীর্ষ দুই পবিত্র স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবি ও তাহাজ্জুদের নামায আদায়ের জন্য ইমামদের বেছে নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।

দুই পবিত্র মসজিদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ জানিয়েছে, রমযানে মসজিদুল হারামে তারাবি ও তাহাজ্জুদ পড়াবেন ৬জন ইমাম। তারা হলেন, শায়খ আধুর রহমান সুদাইস, শায়খ ইয়াসির দাওসারি, শায়খ আবদুল্লাহ জুহানি, শায়খ মাহের মুআইকিলি ও শায়খ বান্দার বালিলা।

আরও পড়ুন: অসুস্থ বিশিষ্ট আলেম মুফতি লিয়াকত আলি, সুস্থতার জন্য দোওয়ার আহ্বান পরিবারের

অন্যদিকে মসজিদে নববীতে তারাবি ও তাহাজ্জুদ নামাযের জন্য নির্ধারিত ৬ ইমাম হলেন- শায়খ আধুল্লাহ বুআইজান, শায়খ আলি হুজাইফি, আহমাদ বিন তালেব হামিদ, শায়খ আধুল মুহসিন কাসিম, শায়খ খালেদ মুহান্না ও শায়খ সালাহ আল-বুদাইর। সবমিলিয়ে ১২ জন ইমাম এবার পবিত্র ২ মসজিদে তারাবি ও তাহাজ্জুদ নামাযে ইমামতি করবেন।

আরও পড়ুন: ঈদ-উল আযহা-র নামায আদায় হাতিয়ারার জামে মসজিদে

পবিত্র ২ মসজিদের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তারাবির ইমামদের এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এ তালিকায় জনপ্রিয় ইমাম শায়খ ড. সউদ আল শুরাইমের নাম নেই। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি মসজিদুল হারামের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নামায আদায় পার্ক সার্কাস ময়দানে, রয়েছেন পুবের কলম পত্রিকার সম্পাদক সহ বিশিষ্টরা