দু'দেশের সেনা জওয়ানদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি
বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশি কৃষক, পাল্টা ২ ভারতীয়কে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

- আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার
- / 58
পুবের কলম, ওয়েবডেস্ক: দুই বাংলাদেশি কৃষককে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)। পাল্টা প্রতিশোধ নিতে দুই ভারতীয় কৃষককে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা। তারপর দুই ভারতীয় কৃষককে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) সদস্যদের হাতে তুলে দেয় তারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী (Bangladesh–India border) এলাকার বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ায়।
সূত্রের খবর, বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন এনামুল হক (৪৫) ও মাসুদ রানা (২২)। অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকরা হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের অবিনাশ টুডু (২০) ও ফিলিপ সরেণ (৩০)। এই ঘটনা নিয়ে চাপা উত্তেজনা দেখা গিয়েছে সীমান্তে। জানা গিয়েছে, দ্রুত সমস্যা সমাধানের জন্য দু’দেশের সেনা জওয়ানদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।