ক্যালিফোর্নিয়ায় ভূমিকম্পে নিহত ২, বিদ্যুৎহীন ৮০ হাজার

- আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 13
পুবের কলম ওয়েব ডেস্কঃ আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার ভোরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভূমিকম্পের উৎপত্তিস্থল ফার্ন্ডেল শহরের ১২.২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরে।
ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের পর বেশ কয়েকটি ছোট আফটারশকের খবর মিলেছে। হামবোল্ট কাউন্টির বহু রাস্তা এবং ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামবোল্ট কাউন্টি শেরিফ অফিসের তথ্য বলছে, কমপক্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ২ জনের মৃত্যু হয়েছে। তবে সুনামির আশঙ্কা নেই। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় একটি সেতু বন্ধ করে দিয়েছে ক্যালিফোর্নিয়া পরিবহন বিভাগ।
কাউন্টিতে ৮০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ক্যালিফোর্নিয়ায় সাধারণত প্রতি বছর মাঝারি কম্পনের দুই থেকে তিনটি ভূমিকম্প হয়। তবে ৫.৫ বা তার চেয়ে বেশি মাত্রার যেকোনও ভূমিকম্পকে গুরুতর হিসেবে ধরা হয়। ইউএসজিএস-এর একজন বিশেষজ্ঞ বলেন, উপকূলের কাছাকাছি বসবাসকারী লোকেরাই বেশি কম্পন অনুভব করেছে। গত বছরের ২১ ডিসেম্বর উত্তর ক্যালিফোর্নিয়ার কেপ মেন্ডোসিনো এলাকায় ৬.২ মাত্রার ভূমিকম্পের ঠিক এক বছর পর এই ভূমিকম্প আঘান হানল।