উপত্যকায় সেনা-জঙ্গি গুলির লড়াই, অপারেশন পিম্পলে খতম ২ জঙ্গি
- আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
- / 55
পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হল দুই জঙ্গি। শনিবার সকালে উপত্যকার কুপওয়ারা জেলার কেরান এলাকায় এক অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। জানা গিয়েছে, অপারেশন পিম্পল নামে এই অপারেশন এখনও চলছে। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কায় বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, ৭ নভেম্বর গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর কুপওয়ারা জেলার কেরান সেক্টরে যৌথ অভিযান চালানো হয়। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার নিরাপত্তা সংস্থাগুলি একটি যৌথ অভিযান ‘অপারেশন পিম্পল’ শুরু করে। ওই এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অনুপ্রবেশকারীদের চ্যালেঞ্জ জানায় সেনাবাহিনী। এরপরেই তাঁদের দিকে গুলি চালানো হয় জঙ্গিদের তরফে। পাল্টা সেনার গুলিতে খতম হয়েছে ২ জঙ্গি। সেনাবাহিনী জানিয়েছে অপারেশন পিম্পল এখনও চলছে। এলাকাজুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই দু’জন ছাড়াও অন্য কেউ লুকিয়ে রয়েছে কিনা সেটা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে।
















































