২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিকিমে তুষারধসে মৃত সাতজনের মধ্যে ২জন  বাঙালি, বন্ধ রাখা হল ছাঙ্গু লেক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 8

পুবের কলম, ওয়েবডেস্ক: সিকিমে তুষারধসে মৃত সাতজনের মধ্যে দুজন বাঙালি রয়েছে। ছাঙ্গু থেকে নাথুলা যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে কলকাতার বাসিন্দা, আরেকজনের ঠিকানা পাওয়া যায়নি। মৃত দুই পর্যটকের মধ্যে রয়েছেন কলকাতার প্রীতম মাইতি। আরেক  বাঙালি পর্যটক সৌরভ রায়চৌধুরি কোন জেলার বাসিন্দা তা স্পষ্ট নয়। জখম বাঙালি পর্যটকদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির পাপাই সরকার ও রঞ্জিতা দাস। কলকাতার পর্যটকদের মধ্যে রয়েছেন-পুতুল সিং, রাকেশ সিং, সুমিত দাস, তথাগত রায়চৌধুরী ও শুভ্রজ্যোতি। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

বাকিদের মধ্যে তিনজন নেপাল ও দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা। গুরুতর জখম ১৩ জনের মধ্যে ৭ জন বাংলার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে ৫ জন কলকাতা ও ২ জন শিলিগুড়ির বাসিন্দা। এখনও কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ফিলিপিন্সে একটি হাইস্পিড লঞ্চে অগ্নিকান্ডের জেরে প্রাণ হারালেন কমপক্ষে সাতজন, নিখোঁজ আরও সাত

মঙ্গলবার দুপুরে ছাঙ্গু থেকে নাথুলা পাসে যাওয়ার পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারান ৭ জন পর্যটকের। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে ভারতীয় সেনা। ৮০টি গাড়ি-সহ ৩৫০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই আহতদের সঙ্গে দেখা করেছেন সিকিমের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

এদিকে সিকিম সরকারের তরফে জানা গিয়েছে, বুধবারও নাথুলা ও ছাঙ্গুর রাস্তা বন্ধ থাকছে। পর্যটকদের ওই পথে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এদিকে গ্যাংটকের কাছের রাস্তায়ও ধস নেমেছে। ফলে সিল্করুট যেতে হলে ঘুরপথ ধরতে হবে  পর্যটকদের।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিকিমে তুষারধসে মৃত সাতজনের মধ্যে ২জন  বাঙালি, বন্ধ রাখা হল ছাঙ্গু লেক

আপডেট : ৫ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সিকিমে তুষারধসে মৃত সাতজনের মধ্যে দুজন বাঙালি রয়েছে। ছাঙ্গু থেকে নাথুলা যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে কলকাতার বাসিন্দা, আরেকজনের ঠিকানা পাওয়া যায়নি। মৃত দুই পর্যটকের মধ্যে রয়েছেন কলকাতার প্রীতম মাইতি। আরেক  বাঙালি পর্যটক সৌরভ রায়চৌধুরি কোন জেলার বাসিন্দা তা স্পষ্ট নয়। জখম বাঙালি পর্যটকদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির পাপাই সরকার ও রঞ্জিতা দাস। কলকাতার পর্যটকদের মধ্যে রয়েছেন-পুতুল সিং, রাকেশ সিং, সুমিত দাস, তথাগত রায়চৌধুরী ও শুভ্রজ্যোতি। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

বাকিদের মধ্যে তিনজন নেপাল ও দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা। গুরুতর জখম ১৩ জনের মধ্যে ৭ জন বাংলার বাসিন্দা রয়েছেন। তাদের মধ্যে ৫ জন কলকাতা ও ২ জন শিলিগুড়ির বাসিন্দা। এখনও কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ফিলিপিন্সে একটি হাইস্পিড লঞ্চে অগ্নিকান্ডের জেরে প্রাণ হারালেন কমপক্ষে সাতজন, নিখোঁজ আরও সাত

মঙ্গলবার দুপুরে ছাঙ্গু থেকে নাথুলা পাসে যাওয়ার পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারান ৭ জন পর্যটকের। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে ভারতীয় সেনা। ৮০টি গাড়ি-সহ ৩৫০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে গ্যাংটকের হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই আহতদের সঙ্গে দেখা করেছেন সিকিমের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

এদিকে সিকিম সরকারের তরফে জানা গিয়েছে, বুধবারও নাথুলা ও ছাঙ্গুর রাস্তা বন্ধ থাকছে। পর্যটকদের ওই পথে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এদিকে গ্যাংটকের কাছের রাস্তায়ও ধস নেমেছে। ফলে সিল্করুট যেতে হলে ঘুরপথ ধরতে হবে  পর্যটকদের।