০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুলগামে গুলির লড়াইয়ে দুই নিরাপত্তাকর্মী শহীদ, ১০ জন আহত

ইমামা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 106

পুবের কলম,ওয়েবডেস্ক: শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুজন নিরাপত্তাকর্মী শহীদ হয়েছেন এবং এক জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে বলে জানা যায়।

 

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। সেনা সূত্রের দাবি, সম্প্রতি ‘অপারেশন মহাদেব’-এ পহেলগামের দোষীদের খতম করার পর থেকেই জঙ্গিরা ক্রমাগত হামলার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গত নয় দিন ধরে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে ‘অপারেশন আখল’ পরিচালনা করছে। এই অভিযানে ইতিমধ্যেই কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরে এবার ‘জঙ্গি’ কবুতর!

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে কুলগামের কয়েকটি গ্রাম কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনা সদস্যরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সংঘর্ষ থামাতে বা জঙ্গিদের আত্মসমর্পণ করতে একাধিকবার আহ্বান জানানো হলেও তারা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: মেঘভাঙ্গা বৃষ্টিতে চিসোটিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬

কুলগামে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আকাশ থেকে ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করে টার্গেট করা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলো। ধারণা করা হচ্ছে, লুকিয়ে থাকা জঙ্গিরা অত্যাধুনিক জঙ্গলযুদ্ধ কৌশলে প্রশিক্ষিত, ফলে অভিযান আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিস্ফোরণ ও গুলির শব্দে বারবার কেঁপে উঠছে এলাকা।

 

সন্দেহভাজন অবস্থানগুলোতে ড্রোনের মাধ্যমে বোমা নিক্ষেপ অব্যাহত রয়েছে। অভিযানের নেতৃত্বে আছেন জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত ও শীর্ষ সেনা কর্মকর্তারা।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুলগামে গুলির লড়াইয়ে দুই নিরাপত্তাকর্মী শহীদ, ১০ জন আহত

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: শনিবার জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে দুজন নিরাপত্তাকর্মী শহীদ হয়েছেন এবং এক জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ১০ জন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে বলে জানা যায়।

 

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীর পরিদর্শনে অমিত শাহ

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই কুলগামে সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে। সেনা সূত্রের দাবি, সম্প্রতি ‘অপারেশন মহাদেব’-এ পহেলগামের দোষীদের খতম করার পর থেকেই জঙ্গিরা ক্রমাগত হামলার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় গত নয় দিন ধরে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ যৌথভাবে ‘অপারেশন আখল’ পরিচালনা করছে। এই অভিযানে ইতিমধ্যেই কয়েকজন জঙ্গিকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: কাশ্মীরে এবার ‘জঙ্গি’ কবুতর!

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে কুলগামের কয়েকটি গ্রাম কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। সেনা সদস্যরা ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। সংঘর্ষ থামাতে বা জঙ্গিদের আত্মসমর্পণ করতে একাধিকবার আহ্বান জানানো হলেও তারা এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: মেঘভাঙ্গা বৃষ্টিতে চিসোটিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬৬

কুলগামে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। আকাশ থেকে ড্রোন ও আক্রমণাত্মক হেলিকপ্টার ব্যবহার করে টার্গেট করা হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলো। ধারণা করা হচ্ছে, লুকিয়ে থাকা জঙ্গিরা অত্যাধুনিক জঙ্গলযুদ্ধ কৌশলে প্রশিক্ষিত, ফলে অভিযান আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিস্ফোরণ ও গুলির শব্দে বারবার কেঁপে উঠছে এলাকা।

 

সন্দেহভাজন অবস্থানগুলোতে ড্রোনের মাধ্যমে বোমা নিক্ষেপ অব্যাহত রয়েছে। অভিযানের নেতৃত্বে আছেন জম্মু-কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক নলিন প্রভাত ও শীর্ষ সেনা কর্মকর্তারা।