১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জম্মু-কাশ্মীরে ‘অপারেশন ত্রাসী’, সেনার গুলিতে খতম ২ জঙ্গি

পুবের কলম, ওয়েবডেস্ক:  বৃহস্পতিবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় চলে সেনা-জঙ্গি সংঘর্ষ। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাসী’। এই নিয়ে কাশ্মীর উপত্যকায় দুই সপ্তাহে ৮ জঙ্গিকে নিকেশ করল সেনা।

২২ মে আজ পহেলগাঁও হামলার একমাস পূর্ণ হল। পহেলগাঁওয়ে হামলা পর থেকেই উপত্যকায় জঙ্গি নিকেশে নেমেছে সেনা। ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে শিকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে ‘অপারেশন কেলার’, ‘অপারেশন নাদের’-এর পর এবার ‘অপারেশন ত্রাসী’ চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালায় প্যারা এসএফ, সেনার ১১আরআর, অসম রাইফেলস এবং এসওজি। প্রথামিকভাবে খবর ছিল, লুকিয়ে রয়েছে তিন থেকে চার জন জঙ্গির একটি দল। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়। তখনই পাল্টা গুলি ছোড়ে জঙ্গিরা। তাতেই নিহত হয়েছে দুই জঙ্গি। অন্যদিকে জঙ্গিদের খোঁজে অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেই খবর।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম
সর্বধিক পাঠিত

শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জম্মু-কাশ্মীরে ‘অপারেশন ত্রাসী’, সেনার গুলিতে খতম ২ জঙ্গি

আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  বৃহস্পতিবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় চলে সেনা-জঙ্গি সংঘর্ষ। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাসী’। এই নিয়ে কাশ্মীর উপত্যকায় দুই সপ্তাহে ৮ জঙ্গিকে নিকেশ করল সেনা।

২২ মে আজ পহেলগাঁও হামলার একমাস পূর্ণ হল। পহেলগাঁওয়ে হামলা পর থেকেই উপত্যকায় জঙ্গি নিকেশে নেমেছে সেনা। ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে শিকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে ‘অপারেশন কেলার’, ‘অপারেশন নাদের’-এর পর এবার ‘অপারেশন ত্রাসী’ চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালায় প্যারা এসএফ, সেনার ১১আরআর, অসম রাইফেলস এবং এসওজি। প্রথামিকভাবে খবর ছিল, লুকিয়ে রয়েছে তিন থেকে চার জন জঙ্গির একটি দল। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়। তখনই পাল্টা গুলি ছোড়ে জঙ্গিরা। তাতেই নিহত হয়েছে দুই জঙ্গি। অন্যদিকে জঙ্গিদের খোঁজে অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেই খবর।

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম