জম্মু-কাশ্মীরে ‘অপারেশন ত্রাসী’, সেনার গুলিতে খতম ২ জঙ্গি

- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 127
পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ ২ জঙ্গি। জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় চলে সেনা-জঙ্গি সংঘর্ষ। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ত্রাসী’। এই নিয়ে কাশ্মীর উপত্যকায় দুই সপ্তাহে ৮ জঙ্গিকে নিকেশ করল সেনা।
২২ মে আজ পহেলগাঁও হামলার একমাস পূর্ণ হল। পহেলগাঁওয়ে হামলা পর থেকেই উপত্যকায় জঙ্গি নিকেশে নেমেছে সেনা। ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে শিকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে ‘অপারেশন কেলার’, ‘অপারেশন নাদের’-এর পর এবার ‘অপারেশন ত্রাসী’ চালানো হয়। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালায় প্যারা এসএফ, সেনার ১১আরআর, অসম রাইফেলস এবং এসওজি। প্রথামিকভাবে খবর ছিল, লুকিয়ে রয়েছে তিন থেকে চার জন জঙ্গির একটি দল। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়। তখনই পাল্টা গুলি ছোড়ে জঙ্গিরা। তাতেই নিহত হয়েছে দুই জঙ্গি। অন্যদিকে জঙ্গিদের খোঁজে অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেই খবর।