১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একজনের ২ স্ত্রী! স্বামীকে কাছে পেতে অভিনব চুক্তি

পুবের কলম, ওয়েবডেস্ক :  দুই মহিলার স্বামী একজন! এক স্ত্রীয়ের কাছে তিনদিন, অপর স্ত্রীয়ের কাছে আরও তিনদিন থাকতে পারবেন স্বামী! বাকি একটা দিন রবিবার স্বামী যে স্ত্রীয়ের সঙ্গে খুশি তার সঙ্গেই থাকতে পারেন। সপ্তাহে সাতটি দিন স্বামীকে কাছে পেতে এইভাবেই সমঝোতা করে নিয়ে খুশি থাকতে চায় দুই স্ত্রী। মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের ঘটনা।  সংবাদমাধ্যম সূত্রে খবর, সমঝোতার ভিত্তিতে একজন স্বামীর সঙ্গে ঘর-সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন দুই স্ত্রী।

গোয়ালিয়রের কাউন্সিলর ও আইনজীবী হরিশ দিওয়ান হিন্দু আইন অনুযায়ী ওই দম্পতির বিয়ের চুক্তিকে অবৈধ বলে অভিহিত করেছেন।
হরিশ দিওয়ান বলেছেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন গোয়ালিয়রের এক ইঞ্জিনিয়র তার প্রথম স্ত্রীকে রেখে গুরুগ্রামের একজন মহিলা সহকর্মীকে বিয়ে করেন। প্রথম বিয়ে সারেন ২০১৮ সালে। দুই বছর ঘর-সংসার করেন তারা। পরে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে গুরুগ্রামে ফিরে আসেন।

আরও পড়ুন: হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী

আইনজীবী হরিশ দিওয়ান বলেন, বাবার বাড়ি থেকে তাকে নেওয়ার জন্য ২০২০ সাল পর্যন্ত না আসায় স্ত্রীয়ের সন্দেহ শুরু হয়। গুরুগ্রামে স্বামীর অফিসে যান তিনি। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অফিসের এক সহকর্মীকে ফের বিয়ে করেছেন তার স্বামী, তাদের এক কন্যাসন্তান আছে। এর পরেই তুলকালাম। জনসম্মুখে স্বামীর সঙ্গে মারামারি থেকে স্বামীর অফিসে প্রতিবাদ জানান তিনি। বিচারের জন্য গোয়ালিয়রের একটি পারিবারিক আদালতে যান।

আরও পড়ুন: প্রেমের সম্পর্কে বাধা স্বামী, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা

হরিশ দিওয়ান বলেন, পরবর্তীতে গোয়ালিয়র আদালতে ওই যুবক ও তার দুই স্ত্রীকে পরামর্শ দেওয়া হলেও তারা মানতে অস্বীকার করেন। এর পর দুই স্ত্রী স্বামীকে কাছে পেতে এই অভিনব চুক্তি সারেন তারা।

আরও পড়ুন: মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী ও ভাসুর

ট্যাগ :
সর্বধিক পাঠিত

অঙ্কিতা ভাণ্ডারি হত্যাকাণ্ড: রাজ্যজুড়ে “উত্তরাখণ্ড বন্ধ”-এর ডাক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

একজনের ২ স্ত্রী! স্বামীকে কাছে পেতে অভিনব চুক্তি

আপডেট : ১৮ মার্চ ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক :  দুই মহিলার স্বামী একজন! এক স্ত্রীয়ের কাছে তিনদিন, অপর স্ত্রীয়ের কাছে আরও তিনদিন থাকতে পারবেন স্বামী! বাকি একটা দিন রবিবার স্বামী যে স্ত্রীয়ের সঙ্গে খুশি তার সঙ্গেই থাকতে পারেন। সপ্তাহে সাতটি দিন স্বামীকে কাছে পেতে এইভাবেই সমঝোতা করে নিয়ে খুশি থাকতে চায় দুই স্ত্রী। মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের ঘটনা।  সংবাদমাধ্যম সূত্রে খবর, সমঝোতার ভিত্তিতে একজন স্বামীর সঙ্গে ঘর-সংসার করার সিদ্ধান্ত নিয়েছেন দুই স্ত্রী।

গোয়ালিয়রের কাউন্সিলর ও আইনজীবী হরিশ দিওয়ান হিন্দু আইন অনুযায়ী ওই দম্পতির বিয়ের চুক্তিকে অবৈধ বলে অভিহিত করেছেন।
হরিশ দিওয়ান বলেছেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন গোয়ালিয়রের এক ইঞ্জিনিয়র তার প্রথম স্ত্রীকে রেখে গুরুগ্রামের একজন মহিলা সহকর্মীকে বিয়ে করেন। প্রথম বিয়ে সারেন ২০১৮ সালে। দুই বছর ঘর-সংসার করেন তারা। পরে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়ে গুরুগ্রামে ফিরে আসেন।

আরও পড়ুন: হাড়হিম ঘটনা: অবৈধ সম্পর্কের সন্দেহে স্ত্রী-কন্যাকে জ্যান্ত জ্বালিয়ে দিলেন স্বামী

আইনজীবী হরিশ দিওয়ান বলেন, বাবার বাড়ি থেকে তাকে নেওয়ার জন্য ২০২০ সাল পর্যন্ত না আসায় স্ত্রীয়ের সন্দেহ শুরু হয়। গুরুগ্রামে স্বামীর অফিসে যান তিনি। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, অফিসের এক সহকর্মীকে ফের বিয়ে করেছেন তার স্বামী, তাদের এক কন্যাসন্তান আছে। এর পরেই তুলকালাম। জনসম্মুখে স্বামীর সঙ্গে মারামারি থেকে স্বামীর অফিসে প্রতিবাদ জানান তিনি। বিচারের জন্য গোয়ালিয়রের একটি পারিবারিক আদালতে যান।

আরও পড়ুন: প্রেমের সম্পর্কে বাধা স্বামী, খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা

হরিশ দিওয়ান বলেন, পরবর্তীতে গোয়ালিয়র আদালতে ওই যুবক ও তার দুই স্ত্রীকে পরামর্শ দেওয়া হলেও তারা মানতে অস্বীকার করেন। এর পর দুই স্ত্রী স্বামীকে কাছে পেতে এই অভিনব চুক্তি সারেন তারা।

আরও পড়ুন: মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার ঘটনায় গ্রেফতার মৃতার স্বামী ও ভাসুর