১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
উমেশ মাহাতো ও নুর মুহাম্মদের মৃত্যুতে চাপা আতঙ্ক পুরো দফতরে

ইউক্যালিপটাস গাছ ভেঙে হাওড়া পুরোনিগমে মৃত ২ কর্মী

ইমামা খাতুন
  • আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
  • / 216

পুবের কলম,ওয়েবডেস্ক: হাসতে হাসতে চলে গেল তরতাজা কয়েকটা প্রাণ। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়া পুরোনিগম। মৃতদের নাম উমেশ মাহাতো ও নুর মুহাম্মদ। এরমধ্যে একজন পুরসভার স্থায়ী এবং অপরজন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সকাল সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুরো দফতরের সামনেই একটি ইউক্যালিপটাস গাছ ছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে উমেশ ও নূরের ওপর গাছ গুলি পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ খোয়ান উভয়েই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন সহকর্মীরাও। পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন। পুলিশ এসে মৃতদেহ গুলি স্থানীয় হাওড়া জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী দলের তরজা। বিরোধী দলনেতারা দল বেঁধে মাঠে নেমেছে শাসক দলকে নাস্তানাবুদ করতে। গাফিলতির সুর টেনে এক বিজেপি নেতা বলেন, টি নিছক দুর্ঘটনা নয়। পুরসভার গাফিলতিতেই দু’জন কর্মীর জীবন গেল।

আরও পড়ুন: দিল্লিতে ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত ৭

এছাড়া পুরসভার অনেক কর্মীই জানিয়েছেন, ইউক্যালিপটাস গাছটি অনেক দিন ধরেই ঝুঁকে ছিল। বারবার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে গাছটি নিয়ে কোনও সুরাহা করেনি। যার পরিণতি এদিনের ঘটনা। অন্য এক কর্মী জানিয়েছেন, যদি গাছটি অফিস টাইমে ভেঙে পড়ত, তাহলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত।

আরও পড়ুন:  ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত 8

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উমেশ মাহাতো ও নুর মুহাম্মদের মৃত্যুতে চাপা আতঙ্ক পুরো দফতরে

ইউক্যালিপটাস গাছ ভেঙে হাওড়া পুরোনিগমে মৃত ২ কর্মী

আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: হাসতে হাসতে চলে গেল তরতাজা কয়েকটা প্রাণ। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়া পুরোনিগম। মৃতদের নাম উমেশ মাহাতো ও নুর মুহাম্মদ। এরমধ্যে একজন পুরসভার স্থায়ী এবং অপরজন অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, সকাল সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুরো দফতরের সামনেই একটি ইউক্যালিপটাস গাছ ছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে উমেশ ও নূরের ওপর গাছ গুলি পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ খোয়ান উভয়েই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান পুলিশ। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন সহকর্মীরাও। পুরসভার উচ্চপদস্থ আধিকারিকরাও তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন। পুলিশ এসে মৃতদেহ গুলি স্থানীয় হাওড়া জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।

আরও পড়ুন: মধ্যপ্রদেশে বিরোধী দলনেতার মন্তব্য: ‘আদিবাসীরা হিন্দু নন’

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক-বিরোধী দলের তরজা। বিরোধী দলনেতারা দল বেঁধে মাঠে নেমেছে শাসক দলকে নাস্তানাবুদ করতে। গাফিলতির সুর টেনে এক বিজেপি নেতা বলেন, টি নিছক দুর্ঘটনা নয়। পুরসভার গাফিলতিতেই দু’জন কর্মীর জীবন গেল।

আরও পড়ুন: দিল্লিতে ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত ৭

এছাড়া পুরসভার অনেক কর্মীই জানিয়েছেন, ইউক্যালিপটাস গাছটি অনেক দিন ধরেই ঝুঁকে ছিল। বারবার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তবে গাছটি নিয়ে কোনও সুরাহা করেনি। যার পরিণতি এদিনের ঘটনা। অন্য এক কর্মী জানিয়েছেন, যদি গাছটি অফিস টাইমে ভেঙে পড়ত, তাহলে আরও বড় বিপর্যয় ঘটতে পারত।

আরও পড়ুন:  ভারী বর্ষণে মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে, মন্দির সংলগ্ন দেওয়াল ধসে মৃত 8