দিল্লির ২০ টি স্কুলে বোমাতঙ্ক, আতঙ্কের পরিবেশ

- আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
- / 43
পুবের কলম, ওয়েব ডেস্ক: একযোগে দিল্লির ২০টি স্কুলে বোমাতঙ্ক। তড়িঘড়ি সরানো হল পড়ুয়াদের। স্বাভাবিকভাবেই রাজধানীর স্কুলগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকালে সিভিল লাইনসের সেন্ট জেভিয়ার্স, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল, রোহিনীর অভিনব পাবলিক স্কুল এবং ওই এলাকারই সোভেরেইন স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি মেল আসে। মেল দেখতে পেয়েই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। তড়িঘড়ি পড়ুয়াদের অন্যত্র স্থানান্তরিত করা হয়।
পুলিশ সূত্রে খবর, হুমকি মেলে লেখা হয়েছে এই পৃথিবী থেকে আমি তোদের সক্কলকে মুছে দেব। কেউ বেঁচে থাকবে না । আমি নিজেও বাঁচতে চাই না । আমি যেই যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি তোরাও সেটা ভোগ। এই খবর দেখে তোরা চোখের জল ফেলবি আর আমি আনন্দে হাসতে থাকব। আমি দেখতে চাই বাবা-মায়েরা স্কুলে এসে নিথর, ঠান্ডা হয়ে যাওয়া, ছিন্নভিন্ন দেহ জড়িয়ে ধরে কাঁদছে।
তাতে আরও লেখা আছে, তোদের সকলের শাস্তি পাওয়াই উচিত। আমিও আমার জীবনকে ঘৃণা করি। এই খবর পাওয়ার পরেই আমি নিজেকেও শেষ করে দেব। এ পর্যন্ত বলে সে নিজেই নিজের মানসিক ব্যাধির কথা প্রকাশ করেছে। পুরো ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।