০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবের ভিড় সামাল দিতে ভারতীয় রেলের নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’, রিটার্ন টিকিটে ২০% ছাড়

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 32

 পুবের কলম ওয়েবডেস্ক: উৎসবের মরসুমে ট্রেনের টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। দূরপাল্লার ট্রেনের বুকিং সাইটে ঢুকলেই দেখা যায় – সব আসন পূর্ণ। এই সমস্যার সমাধানে ভারতীয় রেল চালু করল নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’। রেলমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণ ও বুকিং সহজ করতে পরীক্ষামূলকভাবে এই প্যাকেজ চালু হচ্ছে। উৎসবের সময় যাত্রী সুবিধা, স্পেশাল ট্রেন পরিচালনা এবং চাহিদা মেটানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এই প্যাকেজে যাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড় – যাওয়া এবং ফেরার টিকিট একসঙ্গে কাটলে রিটার্ন টিকিটের বেস ফেয়ারের উপর ২০% ছাড় মিলবে। তবে শর্তও রয়েছে: যাওয়া ও ফেরার টিকিটের যাত্রী বিবরণ এক হতে হবে, উৎপত্তি ও গন্তব্য স্টেশন একই হতে হবে, এবং ট্রেনের শ্রেণিও এক থাকতে হবে। ফ্লেক্সি ফেয়ার প্রযোজ্য ট্রেনে এই সুবিধা মিলবে না।

আরও পড়ুন: প্যান কার্ড থেকে টিকিট বুকিং জুলাই মাসে কার্যকর হচ্ছে নয়া নিয়ম

 

আরও পড়ুন: মুহাররম উপলক্ষে মেট্রো পরিষেবায় কাটছাঁট, জেনে নিন বিস্তারিত

রেলের নিয়ম অনুযায়ী, প্রথমে যাওয়ার টিকিট কাটতে হবে, তারপর রিটার্ন টিকিট। শুধুমাত্র কনফার্ম টিকিটেই এই অফার প্রযোজ্য। রিটার্ন টিকিটের ক্ষেত্রে অ্যাডভান্স রিজ়ার্ভেশন পিরিয়ড প্রযোজ্য হবে না, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই ফেরার টিকিট কাটা যাবে।

 

এই নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’ বুকিং শুরু হবে ১৪ আগস্ট থেকে। চলতি বছরের ১৩ অক্টোবরের জন্য টিকিটও ওই দিন থেকে পাওয়া যাবে। রেল কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ সহজ করবে এবং উৎসবের সময়ে অতিরিক্ত ভিড় অনেকটাই কমাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উৎসবের ভিড় সামাল দিতে ভারতীয় রেলের নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’, রিটার্ন টিকিটে ২০% ছাড়

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

 পুবের কলম ওয়েবডেস্ক: উৎসবের মরসুমে ট্রেনের টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। দূরপাল্লার ট্রেনের বুকিং সাইটে ঢুকলেই দেখা যায় – সব আসন পূর্ণ। এই সমস্যার সমাধানে ভারতীয় রেল চালু করল নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’। রেলমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ভিড় নিয়ন্ত্রণ ও বুকিং সহজ করতে পরীক্ষামূলকভাবে এই প্যাকেজ চালু হচ্ছে। উৎসবের সময় যাত্রী সুবিধা, স্পেশাল ট্রেন পরিচালনা এবং চাহিদা মেটানোর উদ্দেশ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

এই প্যাকেজে যাত্রীদের জন্য থাকছে বিশেষ ছাড় – যাওয়া এবং ফেরার টিকিট একসঙ্গে কাটলে রিটার্ন টিকিটের বেস ফেয়ারের উপর ২০% ছাড় মিলবে। তবে শর্তও রয়েছে: যাওয়া ও ফেরার টিকিটের যাত্রী বিবরণ এক হতে হবে, উৎপত্তি ও গন্তব্য স্টেশন একই হতে হবে, এবং ট্রেনের শ্রেণিও এক থাকতে হবে। ফ্লেক্সি ফেয়ার প্রযোজ্য ট্রেনে এই সুবিধা মিলবে না।

আরও পড়ুন: প্যান কার্ড থেকে টিকিট বুকিং জুলাই মাসে কার্যকর হচ্ছে নয়া নিয়ম

 

আরও পড়ুন: মুহাররম উপলক্ষে মেট্রো পরিষেবায় কাটছাঁট, জেনে নিন বিস্তারিত

রেলের নিয়ম অনুযায়ী, প্রথমে যাওয়ার টিকিট কাটতে হবে, তারপর রিটার্ন টিকিট। শুধুমাত্র কনফার্ম টিকিটেই এই অফার প্রযোজ্য। রিটার্ন টিকিটের ক্ষেত্রে অ্যাডভান্স রিজ়ার্ভেশন পিরিয়ড প্রযোজ্য হবে না, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগেই ফেরার টিকিট কাটা যাবে।

 

এই নতুন ‘রাউন্ড ট্রিপ প্যাকেজ’ বুকিং শুরু হবে ১৪ আগস্ট থেকে। চলতি বছরের ১৩ অক্টোবরের জন্য টিকিটও ওই দিন থেকে পাওয়া যাবে। রেল কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগ যাত্রীদের ভ্রমণ সহজ করবে এবং উৎসবের সময়ে অতিরিক্ত ভিড় অনেকটাই কমাবে।