০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নৌকাডুবে পাকিস্তানে নিহত ২০

ইমামা খাতুন
  • আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার
  • / 91

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ পাকিস্তানের পূর্ব পঞ্জাবে ইন্দাস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবারের এই ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, নৌকাটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। পাক সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং শিশুসহ অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। বলা হচ্ছে, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবে যায়। এক বিবৃতিতে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কর্তৃপক্ষকে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। নদী ও হ্রদে পণ্য ও মানুষ পরিবহনের জন্য কাঠের নৌকা ব্যবহার করা হয় এ অঞ্চলে। এসব নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে না।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নৌকাডুবে পাকিস্তানে নিহত ২০

আপডেট : ১৯ জুলাই ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ­ পাকিস্তানের পূর্ব পঞ্জাবে ইন্দাস নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবে নারী-শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। সোমবারের এই ঘটনায় শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, নৌকাটিতে ১০০ জনের মতো যাত্রী ছিলেন। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। পাক সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সাদিকাবাদ জেলায়। এটি পঞ্জাবের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং শিশুসহ অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। বলা হচ্ছে, অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণেই নৌকাটি ডুবে যায়। এক বিবৃতিতে, দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কর্তৃপক্ষকে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। নদী ও হ্রদে পণ্য ও মানুষ পরিবহনের জন্য কাঠের নৌকা ব্যবহার করা হয় এ অঞ্চলে। এসব নৌকায় লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকে না।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান